মুম্বই: পিএমসি ব্যাঙ্কের সঙ্কটের বলি হলেন আরও এক আমানতকারী। মহারাষ্ট্রের ঠানের কাশেলি অঞ্চলে নিজের বাড়িতে মৃত্যু হল ৭৪ বছরের বৃদ্ধ অ্যান্ড্রু লোবোর। তাঁর পরিবারের লোকজনের অভিযোগ, ব্যাঙ্কে টাকা আটকে থাকায় চিকিৎসা করাতে পারেননি। সেই কারণেই মৃত্যু হয়েছে এই বৃদ্ধের।


মৃতের আত্মীয় ক্রিসের দাবি, ‘দু’মাস আগে তাঁর (অ্যান্ড্রু লোবো) ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ফলে তাঁর নিয়মিত চিকিৎসা এবং ওষুধ খাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু পিএমসি ব্যাঙ্কে তাঁর ২৬ লক্ষ টাকা থাকলেও, সেই টাকা তুলতে পারেননি তিনি। ব্যাঙ্কের সুদের অর্থ ছাড়া তাঁর আর কোনও আয় ছিল না। আমাদেরও পিএমসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। ফলে আমরাও টাকা পাচ্ছি না। সেই কারণে তাঁকে কোনওরকম সাহায্য করতে পারিনি।’

পিএমসি ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না পেরে এই বৃদ্ধ সহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে পিএমসি ব্যাঙ্কের দায়িত্ব দেওয়া হয়েছে একজন প্রশাসককে। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, পিএমসি ব্যাঙ্কের ১৬ লক্ষ আমানতকারীর ৭৭ শতাংশ তাঁদের পুরো টাকা তুলে নিতে পারবেন। তবে টাকা তোলার ঊর্ধ্বসীমা ৪০,০০০ রাখা হয়েছে। কিন্তু এতে সমস্যা মিটছে না। দুর্নীতির ফল ভোগ করতে হচ্ছে সাধারণ আমানতকারীদের।