পুণের ব্যবসায়ী একটি কাস্টমাইজড গোল্ড মাস্ক বানিয়েছিলেন। একই মডেল অনুসরণ করলেন কটকের কেশরপুরের বাসিন্দা অলোক মোহান্তি। তাঁর দাবি এই মাস্কে হাওয়া চলাচল এবং সংক্রমণ রোধে সক্ষমতা এন-৯৫ এর সমগোত্রীয়। মোহান্তি জানিয়েছেন, সোনার ব্যাপারে কম বয়স থেকেই তিনি অনুরক্ত। সোনার ঘড়ি, চেন, হাতের তাগা, আংটি ইত্যাদি তাঁর একাধিক আছে। কিন্তু কোভিডের বাজারে পুণের ব্যবসায়ীর আইডিয়াটা দেখে আর নিজেকে ধরে রাখতে না পেরে বানিয়েই ফেলেছেন ওই রকম একটা মাস্ক। একটি এন-৯৫ মাস্কের উপরে সোনার তার জড়িয়ে জড়িয়ে তৈরি সুদৃশ্য মাস্কটি। তাতে খুব সূক্ষ ছিদ্র রাখা আছে যাতে হাওয়া চলাচলে কোনও সমস্যা না হয়।