নয়াদিল্লি: করোনা ভাইরাস অতিমারীতে দেশ তথা বিশ্বে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন, চাকরি হারাচ্ছেন, খাদ্য-ওষুধের অভাবে ভুগছেন মানুষ। কিন্তু তাতে কী? নিজের বিপুল অর্থের প্রদর্শন, অদ্ভুত, উদ্ভট শখের উদযাপনে এতটুকু ঘাটতি ঘটেনি কিছু সংখ্যক মানুষের মধ্যে। কিছুদিন আগে মহারাষ্ট্রের পুণেতে সোনার মাস্ক পরে সকলকে চমকে দিয়েছিলেন এক ব্যবসায়ী। আর এবার তাঁর অনুসরণে সোনার মাস্ক পরে ঘুরলেন ওড়িশার কটকের এক ব্যক্তি। মাস্কটির দাম সাড়ে তিন লক্ষ টাকা।

পুণের ব্যবসায়ী একটি কাস্টমাইজড গোল্ড মাস্ক বানিয়েছিলেন। একই মডেল অনুসরণ করলেন কটকের কেশরপুরের বাসিন্দা অলোক মোহান্তি। তাঁর দাবি এই মাস্কে হাওয়া চলাচল এবং সংক্রমণ রোধে সক্ষমতা এন-৯৫ এর সমগোত্রীয়। মোহান্তি জানিয়েছেন, সোনার ব্যাপারে কম বয়স থেকেই তিনি অনুরক্ত। সোনার ঘড়ি, চেন, হাতের তাগা, আংটি ইত্যাদি তাঁর একাধিক আছে। কিন্তু কোভিডের বাজারে পুণের ব্যবসায়ীর আইডিয়াটা দেখে আর নিজেকে ধরে রাখতে না পেরে বানিয়েই ফেলেছেন ওই রকম একটা মাস্ক। একটি এন-৯৫ মাস্কের উপরে সোনার তার জড়িয়ে জড়িয়ে তৈরি সুদৃশ্য মাস্কটি। তাতে খুব সূক্ষ ছিদ্র রাখা আছে যাতে হাওয়া চলাচলে কোনও সমস্যা না হয়।