নয়াদিল্লি: পাক-অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি ৩০০ জঙ্গি। ভারতীয় সেনাবাহিনী তাদের ঠেকানোর জন্য তৈরি। সেনাবাহিনী সূত্রে এমনই জানা গিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল বি এস রাজু জানিয়েছেন, সীমান্তে প্রহরার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, যে জঙ্গিরা অনুপ্রবেশের জন্য তৈরি, তারা করোনা আক্রান্তও হতে পারে।


ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, যে জঙ্গিরা সীমান্তের ওপারে অপেক্ষা করছে তারা মূলত হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার সদস্য। সম্প্রতি সীমান্তের কাছাকাছি অঞ্চলে ১৬টি লঞ্চপ্যাড সক্রিয় হয়েছে। জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা ও আইএসআই। জঙ্গিরা যাতে ভারতে ঢুকতে না পারে, তার জন্য সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন লেফটেন্যান্ট জেনারেল রাজু। সীমান্তে কোনও জঙ্গিকে খতম করলেও, তার দেহ থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সে বিষয়েও জওয়ানদের সতর্ক করে দেওয়া হয়েছে।