নয়াদিল্লি: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য কেন্দ্রীয় সরকার যে ডিজিট্যাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, তাতে দেশের সব মানুষকে অবদান রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ‘মন কি বাত’-এ বলেছেন, ‘স্বল্প সময়ের মধ্যেই চিকিৎসক, নার্স, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এনসিসি-র সদস্য এবং এনএসএস-এর সদস্য সহ ১.২৫ কোটি মানুষ এ পোর্টালের মাধ্যমে একত্রিত হয়েছেন। তাঁরা এই পোর্টালকে আপন করে নিয়েছেন। তাঁরা এই সঙ্কট মোকাবিলার জন্য প্রস্তুতি ও পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন। আপনারাও covidwarriors.gov.in-এ যোগ দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সৈনিক হয়ে উঠে দেশের সেবা করতে পারেন। বন্ধুরা, সব সঙ্কটজনক পরিস্থিতিতে সব লড়াই আমাদের শিক্ষা দেয়, নতুন পথ দেখায় এবং নতুন লক্ষ্যে চালিত করে।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘করোনার বিরুদ্ধে ভারতের লড়াই পুরোপুরি নাগরিকদের দ্বারা পরিচালিত। দেশের মানুষ ও প্রশাসন একযোগে এই লড়াইয়ে সামিল হয়েছে। ভারতের মতো বড় দেশ, যেটি উন্নতি করার চেষ্টা করছে, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে, সেখানে করোনার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায় এটাই। আমাদের সৌভাগ্য যে দেশের সব নাগরিক সৈনিক হিসেবে করোনার বিরুদ্ধে লড়াই করছে। তাঁরা যে সঙ্কল্পের পরিচয় দিয়েছেন, সেটা ভারতে নতুন পরিবর্তন এনেছে।’
করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিন, ‘মন কি বাত’-এ দেশবাসীর উদ্দেশে আহ্বান প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 02:16 PM (IST)
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘করোনার বিরুদ্ধে ভারতের লড়াই পুরোপুরি নাগরিদের দ্বারা পরিচালিত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -