নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের ১৭ বছরের ছেলে মিরাম তারোনকে অপহরণ করে নিয়ে গেলেও, আজ ফিরিয়ে দিয়েছে চিনের সেনা। তাকে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি আরও জানিয়েছেন, ছেলেটির শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে।





১৮ জানুয়ারি অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলা থেকে নিখোঁজ হয়ে যায় মিরাম। প্রথমে এই ঘটনার কথা জানান সাংসদ তাপির গাও। ১৯ জানুয়ারি তিনি ট্যুইট করে জানান, ‘চিনের সেনাবাহিনী জিডো গ্রামের বাসিন্দা ১৭ বছরের মিরাম তারোনকে অপহরণ করে নিয়ে গিয়েছে। আপার সিয়াং জেলায় লুঙ্গতা জোর অঞ্চলে ভারতীয় ভূখণ্ড থেকেই ওই তরুণকে অপহরণ করা হয়েছে। ২০১৮ সালে ভারতীয় ভূখণ্ডে তিন-চার কিলোমিটার রাস্তা তৈরি করেছে চিন। মিরাম তারোনের সঙ্গে ওর এক বন্ধুও ছিল। সে চিনা সেনার হাত থেকে পালিয়ে যেতে পেরেছে। ভারত সরকারের সব সংস্থার কাছে অনুরোধ, ওকে দ্রুত ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হোক।’


অরুণাচলের এই সাংসদের ট্যুইট ঘিরে দেশজুড়ে শোরগোল শুরু হয়ে যায়। বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, অপহৃত তরুণকে দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এরপর গতকাল রিজিজু ট্যুইট করে জানান, ‘প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার হটলাইনে কথাবার্তা হয়েছে। চিনা সেনার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। ওরা আমাদের তরুণকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ওকে কোথায় ছাড়া হবে, সেই ইঙ্গিতও দিয়েছে চিনা সেনা। ওরা খুব তাড়াতাড়ি সময় ও তারিখ জানিয়ে দেবে। চিনে আবহাওয়া খারাপ থাকায় অরুণাচলের তরুণকে ফিরিয়ে দিতে দেরি হচ্ছে।’


এরপর আজ ট্যুইট করে রিজিজু জানিয়েছেন, ‘চিনা সেনা অরুণাচল প্রদেশের তরুণ শ্রী মিরাম তারোনকে ভারতীয় সেনার হাতে তুলে দিয়েছে। ওর শারীরিক পরীক্ষা সহ যাবতীয় বিধি মেনে চলা হচ্ছে।’