নয়াদিল্লি: অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। জ্বর, গলা ব্যথায় ভুগছেন তিনি। রবিবার রাত থেকেই জ্বরে ভুগছেন তিনি। মঙ্গলবার করোনা পরীক্ষা করা হবে তাঁর।
আগাম সতর্কতা নিয়ে নিজেই আইসোলেশনে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
রবিবার জ্বর ও গলা ব্যথা শুরু হওয়ার পর থেকেই তিনি বৈঠক বাতিল করেন। আগে থেকে নির্ধারিত মুখ্যমন্ত্রীর সব বৈঠক বন্ধ রাখা হয়। রবিবার সন্ধেবেলা অনলাইনে সাংবাদিক বৈঠক করেন তিনি। জানান, এই সঙ্কটকালে দিল্লির সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শুধুমাত্র দিল্লির বাসিন্দাদেরই চিকিৎসা হবে।
দিল্লিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২৯ হাজার ছুঁইছুঁই। মারা গেছেন ৮১২ করোনা আক্রান্ত।
জ্বর, গলা ব্যথা কেজরীবালের, হবে করোনা পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2020 01:34 PM (IST)
জ্বর, গলা ব্যথায় ভুগছেন তিনি। রবিবার রাত থেকেই জ্বরে ভুগছেন তিনি। মঙ্গলবার করোনা পরীক্ষা করা হবে তাঁর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -