গুয়াহাটি: আজ ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ১,১৯৩ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিপুল ঘাটতি সত্ত্বেও এই বাজেটে নতুন করে কোনও কর চালু করার কথা বলা হয়নি। উল্টে গরিবদের জন্য এক টাকা কিলো চাল এবং মেয়েদের বিয়েতে সোনা দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রী সহ পড়ুয়াদের আর্থিক সাহায্যের জন্য নয়া প্রকল্প চালু করার কথাও বলা হয়েছে।
আজ অসমের অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘জাতীয় খাদ্যসুরক্ষা আইনে কেন্দ্রীয় সরকার অসমের ২.৪৬ কোটি মানুষকে তিন টাকা কিলো দরে চাল দেয়। আমাদের রাজ্যের মানুষের খাদ্য নিরাপত্তা আরও মজবুত করার জন্য আমরা আরও ভর্তুকি দিয়ে এক টাকা কিলো দরে চাল দেব। এর ফলে ৫৩ লক্ষ পরিবার উপকৃত হবে।’
হিমন্ত আরও জানিয়েছেন, ‘আমরা অরুন্ধতী প্রকল্প চালু করছি। এই প্রকল্পে আমাদের রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা যে পরিবারগুলির মেয়ের বিয়েতে সোনার গয়না দেওয়ার রীতি আছে, তাদের এক তোলা (১১.৬৬ গ্রাম) করে সোনা দেব, যার দাম এখন প্রায় ৩৮,০০০ টাকা।’
গরিবদের জন্য এক টাকা কিলো চাল, মেয়েদের বিয়েতে সোনা, প্রস্তাব অসমের বাজেটে
Web Desk, ABP Ananda
Updated at:
06 Feb 2019 07:20 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -