লখিমপুর: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলাকে মুঘলদের আক্রমণের সঙ্গে তুলনা করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। অসমের লখিমপুরে ভারতীয় জনতা যুব মঞ্চের একটি জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে এ কথা বলেন তিনি।
সোনওয়াল বলেন, কাশ্মীরের সাম্প্রতিকতম ঘটনা ভারতের ওপর ইসলামীয় সন্ত্রাসবাদী আক্রমণ। আমাদের সাহসী সেনারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমি তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধাজ্ঞাপন করছি। ... মুঘলদের বিরুদ্ধে আমাদের লড়াই এখনও চালাতে হবে। মুঘল হামলা এখনও শেষ হয়নি, কাশ্মীরের ঘটনাই তার প্রমাণ।
বৃহস্পতিবার শ্রীনগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এসে ধাক্কা মারে জনৈক জৈশ ই মহম্মদ জঙ্গি। প্রাণ হারান ৪০জন জওয়ান, আহত হয়েছেন অনেকে।
পুলওয়ামা হামলাকে মুঘল আক্রমণের সঙ্গে তুলনা করলেন অসমের মুখ্যমন্ত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
18 Feb 2019 02:09 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -