নয়াদিল্লি: মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ট্যুইট করে এই দুই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের মানুষ এনডিএ-কে প্রবল স্নেহের বশে আশীর্বাদ করেছেন। আমরা ফের মানুষের সমর্থন পেয়ে অভিভূত। মহারাষ্ট্রের উন্নতির জন্য আমরা কাজ চালিয়ে যাব। কঠোর পরিশ্রমের জন্য বিজেপি-র সব কর্মী, শিবসেনা ও গোটা এনডিএ পরিবারকে কুর্ণিশ জানাই। আমাদের আশীর্বাদ করায় হরিয়ানার মানুষকে ধন্যবাদ জানাই। আমরা একইরকম উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ চালিয়ে যাব। হরিয়ানার বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রম এবং মানুষের কাছে আমাদের উন্নয়নমূলক পরিকল্পনা পৌঁছে দেওয়ার তারিফ করি।’


বিজেপি সভাপতি অমিত শাহ ট্যুইট করেছেন, ‘বিজেপি-শিবসেনা জোটের উপর ভরসা রাখায় মহারাষ্ট্রের মানুষকে অভিনন্দন। মোদিজির নেতৃত্বে মহারাষ্ট্র সরকার রাজ্যের উন্নতি ও মানুষের সেবার কাজ চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, চন্দ্রকান্ত পাতিল ও সব কর্মীকে অভিনন্দন। গত পাঁচ বছরে কেন্দ্রে মোদিজির নেতৃত্বে খট্টর সরকার হরিয়ানার মানুষের জন্য যথাসম্ভব কাজ করেছে। বিজেপি-কে ফের সংখ্যাগরিষ্ঠতা দেওয়ায় এবং ফের সেবা করার সুযোগ দেওয়ায় হরিয়ানার মানুষকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, সুভাষ বারালা ও সব কর্মীকে অভিনন্দন।’


কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী বলেছেন, ‘ফের বিজেপি-শিবসেনা সরকারকে ক্ষমতায় আনায় মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ। এই জয়ের জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বিজেপি সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’