নয়াদিল্লি: করোনাভাইরাসের লক্ষণের সংখ্যা ক্রমশ বাড়ছে। স্পেনের গবেষকরা বলছেন, মুখের মধ্যে র্যাশ করোনার নতুন লক্ষণ। সাধারণ জ্বরের যা যা লক্ষণ, তার পাশাপাশি করোনা হলে ঘ্রাণশক্তি চলে যায়, মুখে স্বাদ থাকে না। তার সঙ্গে এবার যুক্ত হল মুখের মধ্যে লালচে ফুসকুড়িও। মুখের মধ্যে এই র্যাশকে বলা ডাক্তারি পরিভাষায় বলা হয় এনানথেম।
মাদ্রিদের ইউনিভার্সিটি হসপিটাল রামন ওয়াই কাজালের গবেষকরা এই তথ্য পেয়েছেন। ১৫ তারিখ তাঁদের পেপার বেরিয়েছে জামা ডার্মিটোলজি বলে একটি জার্নালে। এপ্রিলের শুরুতে করোনা আক্রান্ত ২১ জনকে পরীক্ষা করে এই ত্বকে র্যাশ সংক্রান্ত তথ্য পেয়েছেন তাঁরা। এই রোগীদের মধ্যে ৬ জনের (২৯ শতাংশ) মুখে র্যাশ দেখা গিয়েছে। এঁদের বয়স ৪০-৬৯-এর মধ্যে, ৬ জনের মধ্যে ৪ জনই মহিলা।
এখন মুখে র্যাশের সঙ্গে সাধারণত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও সম্পর্ক থাকে না। তাই করোনার নয়া লক্ষণ হিসেবেই মুখে এই লালচে ফুসকুড়ি দেখা যাচ্ছে বলে গবেষকরা মনে করছেন। অন্যান্য করোনা লক্ষণ দেখা দেওয়ার ২ দিন আগে থেকে করোনা হওয়ার ২৪ দিন পরেও এই দাগ দেখা যেতে পারে। সব মিলিয়ে গড়ে লাগে ১২ দিন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মুখে র্যাশ, লালচে দাগ- করোনার নতুন লক্ষণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2020 01:11 PM (IST)
এখন মুখে র্যাশের সঙ্গে সাধারণত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও সম্পর্ক থাকে না। তাই করোনার নয়া লক্ষণ হিসেবেই মুখে এই লালচে ফুসকুড়ি দেখা যাচ্ছে বলে গবেষকরা মনে করছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -