শিবপুরী: মধ্যপ্রদেশের শিবপুরী জেলা হাসপাতালে এক মৃত রোগীর চোখে পাওয়া গেল পিঁপড়ে। ওই হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনেছেন মৃতের পরিবারের লোকজন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘এটি অত্যন্ত অসংবেদনশীল ঘটনা। এই ধরনের ঘটনা মানবতার পক্ষে লজ্জার। এই ঘটনা মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


মৃত ব্যক্তি বালচন্দ্র লোধীর (৫০) স্ত্রী রামশ্রী লোধী জানিয়েছেন, ‘যক্ষা রোগে আক্রান্ত হওয়ায় গতকাল সকালে আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। সকাল দশটা নাগাদ ওই ওয়ার্ডে চিকিৎসক যান, কিন্তু তিনি আমার স্বামীকে দেখেননি। মৃত্যু হওয়ার দীর্ঘক্ষণ পরেও দেহটি অন্যত্র সরিয়ে নিয়ে যাননি হাসপাতালের কর্মীরা। সেই ওয়ার্ডেই অন্য রোগীদের ভর্তি নেওয়া হয়। পরে আমি গিয়ে দেখি, আমার স্বামীর চোখের উপর পিঁপড়ে ঘুরছে। আমি সেই পিঁপড়ে সরিয়ে দিই।’