ঔরঙ্গাবাদ: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ পুরসভায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার অনুষ্ঠানে বিজেপি-এআইএমআইএম হাতাহাতি হল। আসাদউদ্দিন ওয়াইসির দলের এক পুর প্রতিনিধি এই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বিরোধিতা করেন। সঙ্গে সঙ্গে তাঁর ওপর বিজেপি প্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ।


পুরসভার সাধারণ বৈঠকে ঘটেছে এই ঘটনা। বৈঠক শুরু হলে বিজেপি পুরপিতা রাজু বৈদ্য প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার প্রস্তাব আনেন। কিন্তু এর বিরোধিতা করেন এআইএমআইএম প্রতিনিধি সৈয়দ মতিন। তাঁর সঙ্গে ক্ষুব্ধ বিজেপি প্রতিনিধিদের কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে মারামারি। সদনের মধ্যেই বিজেপি প্রতিনিধিরা মতিনকে প্রচণ্ড মারধর করেন বলে অভিযোগ।

মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, মারামারির পর মতিনকে নিরাপত্তা কর্মীরা সদনের বাইরে নিয়ে যাচ্ছেন। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।





বিজেপি বলেছে, ওই এআইএমআইএম প্রতিনিধি শ্রদ্ধাঞ্জলির বিরোধিতায় সদনে শুধু হইচই-ই করেননি, সদনে জাতীয় সঙ্গীত গাওয়ারও বিরোধিতা করেছেন। তিনি দেশবিরোধী, তাঁকে পুরসভা থেকে বহিষ্কার করতে হবে। পুরসভার পক্ষ থেকে স্থানীয় থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। উল্টোদিকে মতিনের দাবি, গণতান্ত্রিক রীতি মেনে বাজপেয়ীকে শ্রদ্ধাঞ্জলির দেওয়ার বিরোধিতা করেন তিনি কিন্তু জনাবারো বিজেপি পুরপিতা এক সঙ্গে তাঁর ওপর হামলা চালান। এই ঘটনার কিছুক্ষণ পরে এআইএমআইএম সমর্থকরা এক স্থানীয় বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করে, মারধর করে চালককে।