আলিবাগে কৃষিজমির উপর নির্মিত একটি বাগান বাড়ি ও জমিকে বেনামি সম্পত্তি বলে শাহরুখকে 'অ্যাটাচমেন্ট অর্ডার' পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের নির্দেশে সেই 'অর্ডার' প্রত্যাহার করা হয়েছে। ওই নির্দেশে বলা হয়েছে, এইকম সিদ্ধান্ত আসার কোনও কারণ নেই যে, ডেজা ভু ফার্ম প্রাইভেট লিমিটেডের ওই সম্পত্তি শাহরুখ খান বর্তমানে বা ভবিষ্যতে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ লাভের জন্য কিনেছেন।
আলিবাগের ওই বিলাসবহুল সম্পত্তি ওই কোম্পানি শাহরুখের ইচ্ছেতেই কিনেছে কিংবা তাঁর দেওয়া 'অসুরক্ষিত ঋণ'-এর টাকায় কেনা হয়েছে, আয়কর বিভাগের করা এই অভিযোগও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট আদালত। অ্যান্টি বেনামি আইন অনুসারে, অভিযোগ প্রমাণ হলে ‘বেনামিদার’ ও সুবিধাভোগী উভয়েরই ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে, সেইসঙ্গে বাজারদর অনুসারে সম্পত্তির ২৫ শতাংশ অবধি মূল্য জরিমানা হিসেবে দিতে হতে পারে। আপাতত সেই অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন শাহরুখ।