বাড়িতে বসে কাজের অভ্যাস ছাড়ুন, অফিসে আসুন সকাল সাড়ে ন’টার মধ্যে, মন্ত্রীদের বললেন মোদি
Web Desk, ABP Ananda | 13 Jun 2019 06:18 PM (IST)
গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, আমলারা যে সময়ে অফিসে পৌঁছতেন, তিনিও সেই সময়েই যেতেন। এর ফলে কাজের সুবিধা হত।
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: বাড়ি থেকে কাজ করার বদলে সব মন্ত্রীকে সকাল সাড়ে ন’টার মধ্যে অফিসে ঢুকতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সহকর্মীদের সংসদের অধিবেশন চলাকালীন বাইরে কোথাও না যাওয়ারও পরামর্শ দিয়েছেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠকে এ কথা বলেন মোদি। যাঁরা নতুন মন্ত্রী হয়েছেন, অভিজ্ঞ ব্যক্তিদের তাঁদের কাজকর্ম বুঝিয়ে দিতেও বলেছেন প্রধানমন্ত্রী। সাংসদদের সঙ্গে দেখা করার জন্য সময় বের করার কথাও বলেছেন তিনি। এক মন্ত্রী জানিয়েছেন, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, আমলারা যে সময়ে অফিসে পৌঁছতেন, তিনিও সেই সময়েই যেতেন। এর ফলে কাজের সুবিধা হত। সব মন্ত্রীকে পাঁচ বছরের পরিকল্পনা জমা দিতেও বলেছেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রথম ১০০ দিনে প্রভাব ফেলার মতো সিদ্ধান্ত নিতেও বলেছেন তিনি। মন্ত্রিগোষ্ঠীর এই বৈঠকে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান (শিক্ষক নিয়োগে সংক্ষণ) ২০১৯ বিল অনুমোদন করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক তিন তালাক বিলও নতুন করে অনুমোদিত হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটির বদলে নতুন বিল আনা হয়েছে। এছাড়া জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তের বাসিন্দাদের সরকারি চাকরি, পদোন্নতি ও পেশাদারী কোর্সে ভর্তিতে সংরক্ষণ সংক্রান্ত বিল অনুমোদন করা হয়েছে।