অযোধ্যা: বর্তমান নকশায় কিছু সামান্য পরিবর্তন করার পর অযোধ্যার প্রস্তাবিত রাম মন্দির বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে উঠে আসবে। এমনটাই জানালেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাসের উত্তরসূরী মহন্ত কমলনয়ন দাস।
তিনি জানান, মূল নকশা একই রেখে বর্তমান মডেলে কিছুটা বদল আনা হয়েছে। এই মন্দির নকশার সঙ্গে জড়িত মূল স্থাপত্যশিল্পী চন্দ্রকান্ত সোমপুরার দুই পুত্র তথা স্থপতি নিখিল ও আশিস সোমপুরা নতুন ডিজাইন তৈরি করেছেন।
কমলনয়ন দাস জানান, স্থপতিরা নতুন ডিজাইন মহন্ত নৃত্যগোপালের কাছে পেশ করেছেন। জানা গিয়েছে, নতুন নকশায় মন্দিরের প্রস্থ ১৪০ ফুট থেকে বাড়িয়ে প্রায় ২৭০-২৮০ ফুট করা হয়েছে। একইভাবে, দৈর্ঘ্য ২৬৮ ফুট থেকে বাড়িয়ে প্রায় ২৮০-৩০০ ফুট করা হয়েছে। পাশাপাশি, নতুন নকশা অনুযায়ী মন্দিরের উচ্চতাও ১২৮ ফুট থেকে বাড়িয়ে ১৬১ ফুট করা হয়েছে।
নকশায় সামান্য বদল, অযোধ্যার রাম মন্দির হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2020 02:25 PM (IST)
কমলনয়ন দাস জানান, স্থপতিরা নতুন ডিজাইন মহন্ত নৃত্যগোপালের কাছে পেশ করেছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -