নয়াদিল্লি: জেলের মধ্যেই রাজীব গাঁধীর হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা। সংবাদসংস্থা সূত্রের খবর, সোমবার রাতে ভেলোর জেলে বচসার জেরে আত্মহত্যার চেষ্টা করেন রাজীব হত্যাকারী নলিনী শ্রীহরণ।


নলিনীর আইনজীবী পুগালেন্থি জানিয়েছেন, সোমবার রাতে তাঁর মক্কেল আত্মহত্যার চেষ্টা করেন।

২৯ বছর ধরে ভেলোর জেলের মহিলা সেলে বন্দি রাজীব হত্যাকারী নলিনী। আইনজীবী জানান, এত বছরের বন্দিদশায় এই প্রথম আন্তহননের চেষ্টা করলেন তিনি।

কী কারণে তিনি ওই পদক্ষেপ নিলেন জানাতে গিয়ে, আইনজীবী বলেন, অন্য এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির সঙ্গে ঝগড়া বেঁধে যায় নলিনীর। ওই বন্দি নলিনীর বিরুদ্ধে জেলারের কাছে নালিশ করে। এরপরই, আত্মহত্যার চেষ্টা করেন নলিনী।

পুগালেন্থি জানান, এর আগে কোনওদিন নলিনী এধরনের পদক্ষেপ নেননি। কোন পরিস্থিতিতে নলিনী এই চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হলেন, সেই তথ্য প্রকাশ করার দাবি তোলেন তাঁর আইনজীবী।

তিনি আরও জানান, স্ত্রীকে অন্য জেলে স্থানান্তর করার দাবি তুলেছেন নলিনীর স্বামী মুরুগান। আইনজীবী বলেন, ভেলোর জেলেই বন্দি রয়েছেন নলিনীর স্বামী মুরুগান। তিনি চান, স্ত্রীকে পুজহাল জেলে স্থানান্তর করা হোক।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরেমবুদুরে একটি নির্বাচনী জনসভায় এলটিটিই আত্মঘাতী জঙ্গির হামলায় নিহত হন রাজীব গাঁধী। ওই হত্যাকাণ্ডে নলিনী, মুরুগান সহ সাতজনকে দোষী সাব্যস্ত করে বিশেষ টাডা আদালত। তাঁদের ফাঁসির সাজা হয়। পরে যা যাবজ্জীবনে দাঁড়ায়। নলিনী ছাড়াও এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হন মুরুগান, পেরারিভালান, সন্থন, জয়কুমার, রবিচন্দ্রণ ও রবার্ট প্যাস।