অযোধ্যা: আর কয়েকদিন পরেই অযোধ্যায় রাম মন্দিরের ‘ভূমি পূজন’। কিন্তু তার আগেই করোনা আক্রান্ত হলেন একজন পুরোহিত ও কর্তব্যরত ১৫ জন পুলিশকর্মী। ফলে ৫ অগাস্টের অনুষ্ঠানের আগে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সেই আশঙ্কা অমূলক বলেই মনে করছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নিত্যগোপাল দাসের উত্তরসূরী হতে চলা মহন্ত কমল নয়ন দাস। তিনি জানিয়েছেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। মন্দিরে নিয়মিত পুজো করেন যে পুরোহিতরা, তাঁদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। গোটা মন্দির চত্বর নিয়মিত জীবাণুমুক্ত করা হবে।’


ট্রাস্ট সূত্রে খবর, ৫ অগাস্ট পুজো করবেন বারাণসী ও অযোধ্যার ১১ জন পুরোহিত। প্রদীপ দাস নামে যে পুরোহিত করোনা আক্রান্ত হয়েছেন, তাঁর ‘ভূমি পূজন’ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল না। ফলে আশঙ্কার কিছু নেই।

অযোধ্যায় রাম মন্দিরের ‘ভূমি পূজন’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে দেশের সব পুরোহিতকে তাঁদের মন্দির ও মঠে ৫ অগাস্ট সকাল সাড়ে এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত পুজো করার অনুরোধ জানানো হয়েছে। ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের অনুরোধ, ‘দেশের সব মানুষ টিভিতে সরাসরি ভূমি পূজন অনুষ্ঠান দেখুন আর বাড়িতে সন্ধেবেলা প্রদীপ জ্বালান।’

অযোধ্যায় এখন শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। দীপাবলির মতো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানিয়েছেন, প্রায় ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। এছাড়া প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী সহ রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা-নেত্রীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। রাম মন্দির চত্বরে তিনদিনের বৈদিক অনুষ্ঠান শুরু হবে ৩ অগাস্ট থেকে। ৫ অগাস্ট ‘ভূমি পূজন’-এর মাধ্যমে সেই অনুষ্ঠানের সমাপ্তি হবে।