নয়াদিল্লি: বিজেপি সাংসদ রমা দেবীর প্রতি তাঁর মন্তব্যের জন্য লোকসভায় দাঁড়িয়ে ক্ষমা চাইলেন সমাজবাদী পার্টি সাংসদ আজম খান। গত বৃহস্পতিবার সাংসদে অধ্যক্ষের কাজ করার সময় আজম খান তাঁর প্রতি ওই মন্তব্য করেন। এ নিয়ে সংসদে তুমুল হইচই হয়।


তিন তালাক বিল নিয়ে লোকসভায় আলোচনা চলাকালীন আজম রমা দেবীকে উদ্দেশ্য করে এমন কিছু বলেন, যা নিয়ে রীতিমত হট্টগোল হয়। সাংসদরা বলেন, ওই মন্তব্য দ্ব্যর্থবোধক, অশ্লীল ও অত্যন্ত নিন্দাযোগ্য। সব সাংসদকে এর মাধ্যমে অপমান করা হয়েছে। এরপর লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা জানিয়ে দেন, আজমকে ক্ষমা চাইতে হবে।

আজ আজম সংসদে বলেন, আমি ৯ বার বিধায়ক হয়েছি, বহুবার মন্ত্রী হয়েছি, রাজ্যসভা সাংসদও হয়েছি। সংসদ বিষয়ক মন্ত্রীও ছিলাম। সভার নিয়মকানুন আমিও জানি। তবে কেউ যদি আমার কথায় আহত হয়ে থাকেন, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাঁর বক্তব্যের কিছু শব্দ শোনা না যাওয়ায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, আজম কী বলেছেন তা স্পষ্ট শোনা যায়নি, তাই তাঁকে আবার ক্ষমা চাইতে হবে। কিন্তু আপত্তি করেন আজমের পাশে বসে থাকা সপা সভাপতি অখিলেশ যাদব। অখিলেশ বলেন, তাঁর দলের সাংসদ ঠিকভাবেই ক্ষমা চেয়েছেন, তিনি দায়িত্ব নিতে পারেন এ ব্যাপারে।

রমা দেবী বলেন, আজম খানের মহিলাদের প্রতি আপত্তিকর মন্তব্য ছুঁড়ে দেওয়ার স্বভাব নতুন নয়, এর আগেও বহুবার সংসদের বাইরে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। আর এবার তিনি সংসদের মধ্যেই এ ধরনের মন্তব্য করেছেন। এরপর অধ্যক্ষ আজমকে আবার ক্ষমা চাইতে বলেন। আজম ফের ওই কথাগুলি বলেন ও যোগ করেন, রমা দেবী তাঁর বোনের মত।