লোকসভা নির্বাচনে হায়দরাবাদে ওয়েইসির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হতে পারেন আজহার
Web Desk, ABP Ananda | 28 Feb 2019 07:11 PM (IST)
হায়দরাবাদ: আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ কেন্দ্রে আকর্ষণীয় লড়াই দেখা যেতে পারে। তেলঙ্গানা প্রদেশ কংগ্রেসের পরিকল্পনা বাস্তবায়িত হলে এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়েইসির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি নিজে অবশ্য সেকন্দরাবাদ থেকে প্রার্থী হতে চাইছিলেন। কিন্তু দলীয় নেতৃত্ব তাঁকে সেখান থেকে দাঁড় করাবে না বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে আজহার হায়দরাবাদ থেকে প্রার্থী হতে চাইবেন কি না, সেটাও অবশ্য এখনও স্পষ্ট নয়। তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, এই রাজ্যের ১৭টি আসনের জন্যই প্রার্থীদের নাম বাছাই করা হয়ে গিয়েছে। দলের হাইকম্যান্ড যদি আজহারকে হায়দরাবাদ থেকে প্রার্থী হতে বলে, তাহলে তিনি রাজি হবেন বলেই জানিয়েছেন এক কংগ্রেস নেতা। আজহার শেষপর্যন্ত ওয়েইসির বিরুদ্ধে ভোটে দাঁড়াতে রাজি হলেও, তাঁর লড়াই অবশ্য বেশ কঠিন হতে চলেছে। কারণ, তেলঙ্গানার শাসক দল টিআরএস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা হায়দরাবাদে ওয়েইসিকে সমর্থন করবে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে জেতেন আজহার। তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি রাজস্থানের টঙ্ক-মাধোপুর থেকে লড়াই করে হেরে যান। এবার হয়তো তেলঙ্গানায় এককভাবে লড়াই করবে কংগ্রেস। ফলে শুধু আজহারেরই নয়, তাঁর দলের অন্যান্য প্রার্থীদেরও লড়াই কঠিন হতে চলেছে।