ইসলামাবাদ: আগামীকাল বন্দি ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দিচ্ছে পাকিস্তান সম্ভাবনা। আশার আলো মিলেছিল পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বক্তব্যে। তিনি জানিয়েছিলেন, ভারতীয় বৈমানিককে তাঁরা ফিরিয়ে দেওয়ার বিষয়টি ভেবে দেখতে আগ্রহী, যদি তাতে চলতি উত্তেজনা প্রশমনের রাস্তা খুলে যায়। পাশাপাশি পুলওয়ামা সন্ত্রাস নিয়ে ভারতের দেওয়া ডসিয়ার বা তথ্যপঞ্জি খতিয়ে দেখার আশ্বাসও দেন কুরেশি। এরপর বৃহস্পতিবার পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান ওই উইং কমান্ডারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই পদক্ষেপ। ইমরানের ঘোষণাকে টেবিল বাজিয়ে স্বাগত জানান পাক আইনপ্রনেতারা।


পুলওয়ামা হামলা ও তার পাল্টা পাকিস্তানের বালাকোটে আকাশপথে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় ঘাঁটির ওপর ভারতীয় বায়ুসেনার হামলার প্রেক্ষাপটে বুধবার পাকিস্তান একটি ভারতীয় বিমান গুলি করে নামানো, এক ভারতীয় বায়ুসেনার পাইলটকে বন্দি করে রাখার ঘোষণা করে। সামগ্রিক ভাবে দুই পড়শি দেশের সম্পর্ক এতে যেভাবে অবিশ্বাস, সংঘাতের কালো মেঘ ঘনিয়ে উঠেছে, সেই প্রেক্ষাপটে পাকিস্তানের এই নতুন সুর। প্রবল আন্তর্জাতিক চাপ, ভারতের কূটনৈতিক দৌত্যে বাধ্য হয়েই ইসলামাবাদের মুখে এখন আলোচনায় বসার কথা শোনা যাচ্ছে, বন্দি পাইলটকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে মত পর্যবেক্ষক মহলের।
পাক প্রধানমন্ত্রী উত্তেজনার পারদ কমাতে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে শান্তি প্রস্তাব দিতে তৈরি বলেও জানান কুরেশি। বলেন, মোদি কি প্রস্তুত?
তিনি বলেন, ভারত একদিন আগে পাক অস্থায়ী হাইকমিশনারকে একটি ডসিয়ার দিয়েছে। আমরা সেটি খোলা মনে খতিয়ে দেখব, তার ভিত্তিতে আলোচনা হতে পারে কিনা ভাবব।
বন্দি ভারতীয় বৈমানিককে কী মর্যাদা দেওয়া হবে, পাকিস্তান সে ব্যাপারে ‘দুএকদিনেই’ সিদ্ধান্ত নেবে বলে আগে শোনা যাচ্ছিল। বন্দি পাইলট নিরাপদে সুস্থ আছেন বলে জানান পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল। তিনি বলেন, ভারত ওই পাইলটের বিষয়টি তুলেছে। আমরা দুএকদিনেই স্থির করব ওর ক্ষেত্রে কী রীতি মানা হবে, তাঁকে যুদ্ধবন্দির মর্যাদা দেওয়া হবে কিনা।
পাক বিদেশমন্ত্রকের দাবি, ভারতীয় বিমান ভেঙে পড়ার পর ওই পাইলট অবতরণ করতেই তাকে ঘিরে ফেলে স্থানীয় জনতা। তাদের হাত থেকে তাকে মুক্ত করে সশস্ত্র বাহিনীই।
নয়াদিল্লিতে ভারতীয় সূত্রের খবর, সরকারের স্পষ্ট অভিমত, ওই পাইলটকে অবিলম্বে কোনওরকম শর্ত ছাড়াই ছেড়ে দিতে হবে। কোনও ডিল বা রফার প্রশ্নই নেই। ভারত তার সঙ্গে কনস্যুলেটের মাধ্যমে যোগাযোগের অনুমতিও চায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পুলওয়ামাকাণ্ডের তদন্তে প্রতিশ্রুতি পালন করতে হবে। আকাশপথে সংঘাতের সময় দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়া হয়েছে, পাক প্রধানমন্ত্রীর এই দাবি নিয়ে প্রশ্ন তুলে সূত্রটি বলেছে, কেন পাক প্রধানমন্ত্রী বলেছেন, দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করা হয়েছে? তাঁকে কি সঠিক তথ্য দেওয়া হয়নি না তিনি মিথ্যা বলছেন?
নয়াদিল্লি গতকালই ভারতে নিযুক্ত পাক হাইকমিশনারকে তলব করে অবিলম্বে পাকিস্তানে বন্দি ওই পাইলটের মুক্তি দাবি করে। পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাঁর কোনওরকম ক্ষতি করা চলবে না। তাঁর যে ছবি বেরিয়েছে, তাতেও ক্ষুব্ধ নয়াদিল্লি। জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত আইন ভেঙে একজন আহত মানুষকে ‘অশালীন ভাবে সর্বসমক্ষে দেখানো’র অভিযোগেও পাকিস্তানের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর।
পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলার তীব্র নিন্দা করে সূত্রটি বলেছে, পাক বায়ুসেনা একেবারে ভারতীয় সামরিক পরিকাঠামোগুলিকেই নিশানা করছে, কিন্তু শুধুমাত্র জইশের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিই আমাদের টার্গেট।
পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, পাকিস্তানকে আগে সন্ত্রাস দমনে স্পষ্ট, কার্যকর পদক্ষেপ করতে হবে।