নয়াদিল্লি: পরিস্থিতি এখনও উত্তপ্ত। একদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানকে কোণঠাসা করে অ্যাডভান্টেজ নিতে চাইছে ভারত। অন্যদিকে ২৪ ঘণ্টার ওপরে পাকিস্তানে বন্দি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে সামনে রেখে পাল্টা চাপ বাড়াতে চাইছে ইসলামাবাদ। এমন অবস্থায় এবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ। ভারত-পাকিস্তান, দুই দেশের নেতাদেরই উচিত ঠাণ্ডা মাথায় আলোচনা করা এবং অর্থনৈতিক উন্নতির পথকে প্রশস্থ করা, মত মনমোহনের। প্রাক্তন প্রধানমন্ত্রী আশাবাদী, ‘ভারত-পাক দুই দেশের নেতৃত্বেরই শুভ বোধের উদয় হবে।’
বুধবার নয়াদিল্লির তিন মূর্তি ভবনে ‘পিভি নরসিমা রাও ন্যাশনাল লিডারশিপ অ্যান্ড লাইভটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। এই অনুষ্ঠানে এসে সম্মানিত হয়ে, ‘ইন্ডিয়া নেক্সেট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদও জ্ঞাপন করেন ডঃ সিংহ। ওই অনুষ্ঠানেই ভারত-পাকিস্তানের সমকালীন সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মনমোহনের মতে, ভারত ও পাকিস্তান, দুই দেশেরেই সর্বপ্রথম তাদের অর্থনৈতিক উন্নতি নিয়ে ভাবা উচিত। রোজ যেভাবে দারিদ্র সমস্যা বাড়ছে, রোগভোগ বাড়ছে, তা দূরীকরণের জন্যই ভারত-পাক দুই দেশেরই ঠাণ্ডা মাথায় আলোচনা করা প্রয়োজন।
এই অনুষ্ঠানে মনমোহনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রণব মুখোপাধ্যায়ও। নরসিমা রাও জমানায় অর্থমন্ত্রী ছিলেন ডঃ সিংহ। সে সময়ই ভারতে উদারনৈতিক অর্থনীতির হাওয়া ঢুকিয়েছিলেন তিনি। সেই অবদান ভারতীয় অর্থনীতির জন্য যুগান্তকারী বলেও মন্তব্য করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি।