কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশী চোরাচালানকারীর মৃত্যু হল। গতকাল রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে মালদার গোপালনগর পোস্টের কাছে। টহলদারি চালানোর সময় এক বিএসএফ জওয়ানকে আক্রমণ করে চোরাচালানকারীরা। ধারাল অস্ত্র দিয়ে তাঁর কানে আঘাত করা হয়। এরপরেই গুলি চালান জওয়ানরা। সেই গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশীর। আজ বিএসএফ-এর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
বিএসএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফেন্সিডিল চোরাচালানের চেষ্টা করার সময় ভারতীয় ভূখণ্ডে গুলিতে এক সন্দেহভাজন বাংলাদেশী চোরাচালানকারীর মৃত্যু হয়েছে। টহলদারির সময় জওয়ানরা দেখতে পান, ১০-১২ জন ভারতীয় ও বাংলাদেশী পাচারকারী সীমান্তের দু’পারে ঘোরাফেরা করছে। জওয়ানরা ছুটে যেতেই ভারতীয় পাচারকারীরা সীমান্তের বেষ্টনীর কাছে ফেন্সিডিলের বোতলভর্তি বাক্স ফেলে দিয়ে পালায়। বাংলাদেশীরা সেই বোতলগুলি সংগ্রহ করতে যায়। তাদের মধ্যে কয়েকজন বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে ছুটে পালায়। কিন্তু তাদের মধ্যে একজন ধারাল অস্ত্র নিয়ে এক জওয়ানের উপর হামলা চালায়। ওই জওয়ানের প্রাণ বাঁচানোর লক্ষ্যেই গুলি চালায় বিএসএফ। ৭৫ বোতল ফেন্সিডিল ও একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
বিএসএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃত বাংলাদেশীর দেহ স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে যাতে চোরাচালান পুরোপুরি বন্ধ করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন জওয়ানরা।
মালদা সীমান্তে ফেন্সিডিল পাচারের সময় গুলিতে হত বাংলাদেশী চোরাচালানকারী, জানাল বিএসএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Sep 2020 10:53 PM (IST)
বিএসএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃত বাংলাদেশীর দেহ স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -