নয়াদিল্লি: ব্যাঙ্কিং সেক্টরে উচ্চপদে কর্মরত ছিলেন। তারপর চাকরি ছেড়ে রাজনীতিতে পা দিয়ে আম আদমি পার্টি (আপ)-এ যোগ দিয়েছিলেন মীরা সান্যাল। কিন্তু স্বল্পসময়ের অসুস্থতার পর মাত্র ৫৭ বছর বয়সে শুক্রবার  মারা গেলেন তিনি।

ভারতে রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ডের চিফ এক্সিকিউটিভের চাকরি ছেড়ে ২০১৪-র লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন মীরা সান্যাল। যদিও ভোটে জিততে পারেননি তিনি।

আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া ট্যুইটার মারফত তাঁর মৃত্যুর খবর জানান। শোকপ্রকাশ করে তিনি বলেন, দেশ এক শানিত অর্থনৈতিক মস্তিষ্ক ও অমায়িক ব্যক্তিত্বকে হারাল।

মীরা সান্যালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরীবাল। তাঁর ট্যুইট, মীরা সান্যালের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। শোকপ্রকাশের ভাষা নেই..।

৩০ বছরের ব্যাঙ্কিং কেরিয়ার ছেড়ে মীরা সান্যালের রাজনীতিতে যোগদান অনেককেই বিস্মিত করেছিল।