উত্তর প্রদেশের বরেলিতে মহিষ চোর সন্দেহে গণপিটুনি, মৃত ২২ বছরের যুবক
ABP Ananda, Web Desk | 30 Aug 2018 01:38 PM (IST)
বরেলি: ফের গবাদি পশু চোর সন্দেহে গণপিটুনির শিকার হলেন এক ব্যক্তি। উত্তর প্রদেশের বরেলিতে মহিষ চোর সন্দেহে এক যুবককে জনতা পিটিয়ে মেরেছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম শাহরুখ খান। তাঁর বাবা মায়ের দাবি, ২২ বছরের শাহরুখ দুবাইতে দর্জির কাজ করতেন, ২২ দিন আগে দেশে ফেরেন তিনি, তাঁর পক্ষে গবাদি পশু চুরি সম্ভব নয়। যদিও গ্রামবাসীদের অভিযোগ, শাহরুখ ও তাঁর ২ বন্ধু গ্রামে ঢুকে মহিষ চুরির চেষ্টা করছিলেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় ভোলাপুর দিন্দোলিয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। রাত আড়াইটে নাগাদ কয়েকজন গ্রামে ঢুকে মহিষ চুরির চেষ্টা করে। যখন তারা একটি মহিষ নিয়ে পালাচ্ছিল, কয়েকজন গ্রামবাসী তাদের দেখে ফেলেন। ৪ অভিযুক্তের মধ্যে ৩ জন চম্পট দেয়, ধরা পড়ে যায় ১ জন। পুলিশের দাবি, গ্রামবাসীরা তাকে ধরে ফেলে জেরা করেন, তারপর খবর দেন পুলিশে। তারপর পুলিশ এসে জানতে পারে, ধৃত বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে দাবি করেছে তারা।