নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন মানুষ। জনতা ও প্রশাসন হাতে হাত মিলিয়ে এই লড়াই চালিয়েছে। এই যুদ্ধে প্রত্যক নাগরিক একজন সৈনিক। মন কি বাত অনুষ্ঠানে বললেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, নিজের প্রয়োজনীয় জিনিস যখন মানুষ অন্যের হাতে তুলে দেন, সেটাই সংস্কৃতি। একইসঙ্গে, অক্ষয় তৃতীয়া উপলক্ষে নতুন সংকল্পের ডাক দেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দেন, সাবধানতা না দেখালেই, দুর্ঘটনা ঘটবে। বলেন, ‘আমরা যেন অতি উৎসাহ দেখিয়ে কোথাও বেপরোয়া মনোভাব না দেখাই।’



এক ঝলকে দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী ঠিক কী কী বলেছেন--




  • ‘ভারতে করোনার বিরুদ্ধে লড়াই জনগণ দ্বারা চালিত’

  • ‘সবাইকে সাহায্য করতে এক লক্ষ্যে এগোচ্ছে ভারত’

  • ‘ভবিষ্যতে এ নিয়ে কিছু লেখা হলে, তাতে ভারতের উল্লেখ থাকবে’

  • ‘সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী করোনার বিরুদ্ধে লড়ছেন’

  • ‘কেউ নিজের ফসল দান করছেন, কেউ পিএম ফান্ডে দান করছেন’

  • ‘কেউ কেউ করোনার রুখতে মুখোশ বানিয়ে লড়ছেন’

  • ‘সবার লড়াই ভারতকে আরও শক্তিশালী করছে’

  • ‘এভাবেই এই লড়াই জনগণ দ্বারা পরিচালিত হচ্ছে’

  • ‘ কোভিড ওয়ারিয়র্স ডট জিওভি ডট ইন প্ল্যাটফর্ম তৈরি করেছে সরকার’

  • ‘সবাইকে এর মাধ্যমে জুড়ে দিয়েছে সরকার’

  • ‘এর মধ্যে রয়েছেন চিকিৎসক-নার্সরা, আছেন অন্যান্য পেশার মানুষরাও’

  • ‘আপনি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে করোনা-যোদ্ধা হতে পারেন’

  • ‘দেশবাসী যে সঙ্কল্প-শক্তি দেখিয়েছেন, তাতে নতুন পরিবর্তন এসেছে’

  • ‘দেশজুড়ে নতুন টেকনোলজি আবিষ্কৃত হচ্ছে’

  • ‘দেশ এখন এক টিম হয়ে করোনার বিরুদ্ধে লড়ছে’

  • ‘কেন্দ্র-রাজ্য মিলেমিশে একসঙ্গে কাজ করছে’

  • ‘দেশের সব কোণে ওষুধ পৌঁছতে লাইফলাইন উড়ান শুরু হয়েছে’

  • ‘গরিবদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে’

  • ‘ব্যাঙ্কিং সেক্টরের কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন’

  • ‘রাজ্যগুলির ভূমিকা প্রশংসনীয়’

  • যে দায়িত্ব রাজ্যগুলি পালন করছে, তার ভূমিকা অনেক বড়’

  • ‘দেশকে করোনা-মুক্ত করতে, দেশকে রক্ষা করতে সবাই লড়ছেন’

  • ‘এই মহামারীর বিরুদ্ধে লড়াই, আমাদের দৃষ্টিভঙ্গী পাল্টেছে’

  • ‘বাড়ির কাজের লোকের গুরুত্ব আমরা এখন বুঝছি’

  • ‘অত্যাবশ্যকীয় পরিষেবা, শ্রমিক, অটো-রিকশচালক ছাড়া জীবন কতটা কঠিন’

  • ‘অনেকে এঁদের নিয়ে লেখালেখিও করছেন’

  • ‘সাফাইকর্মীদের দেশের বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে’

  • ‘জনমানসে পুলিশের ভূমিকা এখন অনেক বেশি সদর্থক’

  • ‘ নিজের প্রয়োজনীয় জিনিস যখন মানুষ অন্যের হাতে তুলে দেন, সেটাই সংস্কৃতি’

  • ‘ ভারত নিজের সংস্কার মেনে কাজ করছে’

  • ‘বিদেশে ওষুধ পাঠিয়ে সাহায্য করেছে ভারত’

  • ‘ভারত অন্যকে সাহায্য করার জন্য ওষুধ পাঠিয়ে সাড়া দিয়েছে’

  • ‘সবাই যখন বলেন, ভারতকে ধন্যবাদ, শুনে ভাল লাগে’

  • ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, আয়ুর্বেদ নিয়ে আলোচনা হচ্ছে’

  • ‘আয়ুষ মন্ত্রকের পরামর্শ মানলে আপনার লাভ হবে’

  • ‘আমাদের স্বভাবেও পরিবর্তন এনেছে করোনা’

  • ‘মাস্ক এখন আমাদের জীবনের আবশ্যিক অঙ্গ’

  • ‘মাস্ক পরলেই আপনি অসুস্থ, এটা ভাবার কারণ নেই’

  • ‘আগে কেউ ফল কিনলে ভাবা হত, তিনি অসুস্থ’

  • ‘সভ্য সমাজের প্রতীক হয়ে উঠবে মাস্ক’

  • ‘যেখানে সেখানে থুতু ফেলার কুঅভ্যাস বরাবরের জন্য বদলান’

  • ‘এর ফলে করোনা সংক্রমণ ছড়াতে পারবে না’

  • ‘আজ শুভ অক্ষয় তৃতীয়া’

  • ‘এ বছরের অক্ষয় তৃতীয়া সংকল্প নেওয়ার’

  • ‘আমাদের সিদ্ধান্ত-ভাবনা আজ থেকে অক্ষয় হবে’

  • ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত আজ থেকে হবে অক্ষয়’

  • ‘দেশের কাছে আজ আছে অক্ষয় ভাণ্ডার’

  • ‘আজ দেশের পরিবেশ নিয়েও ভাবতে হবে’

  • ‘আমরা যদি অক্ষয় থাকতে চাই, পরিবেশ নিয়ে ভাবতে হবে’

  • ‘জৈনদের কাছেও আজকের দিন গুরুত্বপূর্ণ’

  • ‘আজকের দিনে নতুন কিছু শুরু করার দিন’

  • ‘আসুন, সবাই মিলে পৃথিবীকে অক্ষয় রাখার সঙ্কল্প নিই’

  • ‘এই রমজানকে সেবা-সমবেদনার প্রতীক হিসেবে দেখতে হবে’

  • ‘যাঁরা সোশাল ডিসটান্সিং মানতে বলছেন, তাঁদের প্রতিও দেশ কৃতজ্ঞ’

  • ‘ঘরে বসেই মানুষ উত্সব পালন করছেন’

  • ‘আগের মতো বাইরে গিয়ে মানুষ উত্সব পাল না করে, সংযম দেখাচ্ছেন’

  • ‘বৈশাখী, ইস্টার উত্সব এভাবেই পালিত হয়েছে’

  • ‘আমরা যেন অতি আত্মবিশ্বাস না দেখাই’

  • ‘আমরা যেন মনে না করি, এখনও করোনা পৌঁছয়নি বলে, সেখানে পৌঁছবে না’

  • ‘সাবধানতা না দেখালেই, দুর্ঘটনা ঘটবে’

  • ‘আমরা যেন অতি উৎসাহ দেখিয়ে কোথাও বেপরোয়া মনোভাব না দেখাই’