নয়াদিল্লি: উগ্র জাতীয়তাবাদ নিয়ে নাম না করে বিজেপি-কে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ জওহরলাল নেহরুর কাজকর্ম ও বক্তব্য সম্বলিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারত মাতা কি জয় স্লোগানের অপব্যবহার হচ্ছে। উগ্র ভারতের ধারণা তৈরির চেষ্টা চলছে। এই সময় নেহরুকে নিয়ে লেখা বইটি অত্যন্ত প্রাসঙ্গিক।’


নেহরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মনমোহন বলেন, ‘অননুকরণীয় ভঙ্গিতে বহুভাষিক নেহরু আধুনিক ভারতের বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির ভিত্তি গড়েছিলেন। নেহরুর নেতৃত্ব ছাড়া স্বাধীন ভারত আজকের এই জায়গায় পৌঁছতে পারত না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একদল লোক যাদের ইতিহাস পড়ার ধৈর্য নেই, নিজেদের সংস্কারের দ্বারা চালিত হয়, নেহরুকে ভুলভাবে তুলে ধরতে চায়। তবে আমি নিশ্চিত, ইতিহাস ভুয়ো ও মিথ্যা ইঙ্গিত প্রত্যাখ্যান করবে এবং সত্য তুলে ধরবে।’