বিহারের রোহতাসে শিশুদের মধ্যে ঝগড়ার জের, তফশিলী মহিলাকে পিটিয়ে খুন
Web Desk, ABP Ananda | 09 Sep 2018 01:24 PM (IST)
পটনা: এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল বিহারের রোহতাস। শিশুদের মধ্যে ঝগড়ার জেরে পিটিয়ে মারা হল এক তফশিলী মহিলাকে। ৪০ বছর বয়সি ওই মহিলাকে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, দু’দিন পরে তাঁর মৃত্যু হয়েছে। তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একজন পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ডেহরির এসডিপিও আনোয়ার জাভেদ জানিয়েছেন, শুক্রবার রাতে অম্বেদকর চকের কাছে এই ঘটনা ঘটে। দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ ছিল। শুক্রবার শিশুদের মধ্যে সামান্য গোলমাল হয়। এরপরেই রাম অবতার নামে এক যুবক তার চার বন্ধুকে নিয়ে লাঠি দিয়ে ওই মহিলাকে বেধড়ক মারধর করে। এর জেরেই তাঁর মৃত্যু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।