পটনা: নীতীশ কুমারের বিহারে মদ নিষিদ্ধ। পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে মদের প্রচুর বোতল। মানুষের মদ্যপান নিষিদ্ধ। কিন্তু ইঁদুরকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না। বাজেয়াপ্ত মদের বোতলগুলি মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের। কইমুর জেলা প্রশাসনের আধিকারিকরা গোডাউনে রাখা বাজেয়াপ্ত বোতলগুলি নষ্ট করতে পৌঁছে চমকে গেলেন। বহু কার্টুনে রাখা বোতলগুলি বেমালুম খালি! ইঁদুরই ওই মদ সাবাড় করেছে বলে জানিয়েছেন আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, প্রায় পাঁচ-ছয়টি কার্টুনে রাখা বোতলগুলি ফাঁকা পাওয়া গিয়েছে। যদিও সূত্রের খবর, গোডাউনে কোনও ইঁদুর দেখাই যায়নি।
ভাবুয়া এসডিএম কুমারী অনুপমা বলেছেন, বাজেয়াপ্ত মদের বোতলগুলি যখন যাচাই করে দেখা হচ্ছিল, তখন কার্টুনগুলিতে প্রচুর ছিদ্র পাওয়া গিয়েছে। এর থেকেই অনুমান, বোতলগুলি থেকে ইঁদুরই মদ পান করেছে।
এর আগে ২০১৭-এর মে মাসে পটনা থানার গুদামে প্রায় ৯ লক্ষ লিটার মদ ইঁদুরের পেটে যাওয়ার ঘটনা ঘটেছিল।
২০১৬-র এপ্রিলে নীতীশ কুমারের সরকার বিহারে মদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞা সফল করতে আবগারী বিভাগ ও পুলিশ বিশেষ অভিযান শুরু করেছিল।