রামপুর কেন্দ্রে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির আজম খানের স্ত্রী তানজিন ফতেমা। আজম সংসদে যাওয়ার টিকিট পাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়। জৈদপুরেও সপা এগিয়ে। আবার ইগলাস আসন থেকে বহুজন সমাজ পার্টি এগিয়ে। বিজেপি এগিয়ে লখনউ ক্যান্টনমেন্ট, মানিকপুর, প্রতাপগড় ও বালহা আসনে। কংগ্রেস গাঙ্গোহ আসনে এগিয়ে।
আজ উত্তর প্রদেশে জানা যাবে ১০৯ জন ভোটপ্রার্থীর ভাগ্য, ২১ তারিখ ভোটদানের হার ছিল ৪৭.০৫ শতাংশ।
সব থেকে বেশি ভোট পড়ে সাহারানপুরের গঙ্গোহ কেন্দ্রে, ৬০.৩০ শতাংশ। আর সব থেকে কম ভোট পড়ে লখনউ ক্যান্টনমেন্ট বিধানসভায়, ২৮.৫৩ শতাংশ। এছাড়া গোবিন্দপুর ও ইগলাস কেন্দ্রেও বেশ কম ভোট পড়েছে। ভোটের লড়াই মূলত বিজেপি, বসপা ও সপার মধ্যে। এই তিন দল ও কংগ্রেস ১১টি আসনেই লড়ছে। লখনউ ক্যান্টনমেন্ট ও জালালপুর থেকে লড়ছেন সর্বাধিক ১৩ জন প্রার্থী। ঘোসী থেকে দাঁড়িয়েছেন ১২ জন, গঙ্গোহ, প্রতাপগড় ও বলহা থেকে ১১ জন করে ভোটে দাঁড়িয়েছেন।