মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, কিশোরীকে ইভটিজিং, দুষ্কৃতীদের সঙ্গে কিশোরীর লড়াইয়ের ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2020 09:44 PM (IST)
হতচকিত না হয়ে সাহসের সঙ্গে দুই দুষ্কৃতীকে উচিত শিক্ষা দেয় ওই কিশোরী। এগিয়ে আসেন আশেপাশের মানুষজনেরাও।
জলন্ধর:দুই দু্ষ্কৃতীর বিরুদ্ধে রীতিমতো লড়ে নিজেকে বাঁচালেন ১৫ বছরের এক কিশোরী। মোটরবাইকে চেপে ওই কিশোরীর মোবাইল ছিনিয়ে নিতে চেয়েছিল দুষ্কৃতীরা। এমনকি ধারালো অস্ত্রের কোপ দেয় ওই কিশোরীকে। কিন্তু হতচকিত না হয়ে সাহসের সঙ্গে দুই দুষ্কৃতীকে উচিত শিক্ষা দেয় ওই কিশোরী। এগিয়ে আসেন আশেপাশের মানুষজনেরাও। রবিবার পঞ্জাবের জলন্ধরে দীন দয়াল উপাধ্যায় নগরে বেলা ২ টো নাগাদ ওই কিশোরীর ওপর হামলা চালায় দুই দুষ্কৃতী। ওই কিশোরীর কথায়, ’’আমি তখন টিউশন থেকে বাড়ি ফিরছিলাম। ওরা মোটরবাইকে চেপে আমার গায়ের কাছে এসে দাঁড়ায়। ইভটিজিং করে। আমার ফোন ছিনিয়ে নেয়। কিন্তু আমি ওদের ফোন ফেরৎ দিতে বাধ্য করি। একজনকে ধরে ফেলি। পথচলতি মানুষের সাহায্য চেয়ে চিৎকার শুরু করি। তাই শুনে এক ব্যক্তি এগিয়ে আসেন। তাঁর সহায়তায় আমরা একজনকে ধরে ফেলি।‘‘ এমনকি একটা সময় ওই কিশোরীকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টাও করে দুষ্কৃতীরা। ঘুরে দাঁড়িয়ে ২ জনকে জব্দ করার চেষ্টা করে ওই কিশোরী। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। আহত হওয়ার পরেও, কিশোরী ভেঙে পড়েনি। দুই দুষ্কৃতীর সঙ্গে ওই কিশোরীর লড়াইয়ের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত কিশোরীকে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম অবিনাশ কুমার। বয়স ২২ বছর। ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৮৯ বি ও ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ। আরেক দুষ্কৃতী এখনও পলাতক।