কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্বদানে জন্য মোদির ভূয়সী প্রশংসা বিল গেটসের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 23 Apr 2020 02:34 PM (IST)

করোনা সঙ্কটকালে ভারতকে প্রভূত পরিমাণ সহায়তা করেছে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন।

NEXT PREV

নয়াদিল্লি: কোভিড-১৯ সঙ্কটের দৃঢ়ভাবে মোকাবিলা করা এবং সংক্রমণ রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস।


সম্প্রতি, মোদিকে একটি চিঠি লেখেন গেটস। সেখানে তিনি বলেন,


ভারতে কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধি রোধ করতে যে ভাবে আপনি ও আপনার সরকার বিভিন্ন সক্রিয় ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে আপনার এই নেতৃত্বদানের আমরা প্রশংসা করছি।-


দেশব্যাপী লকডাউন থেকে শুরু করে পরীক্ষার পরিধি বৃদ্ধির মাধ্যমে আইসোলেশনের জন্য হটস্পট চিহ্নিতকরণ, কোয়ারান্টিন প্রক্রিয়া এবং সর্বোপরি স্বাস্থ্যের পরিকাঠামো উন্নত করতে এই খাতে বরাদ্দ ও খরচ বৃদ্ধি এবং ডিজিটাল উদ্ভাবন ও গবেষণার কাজকে গুরুত্ব --- এসবের জন্য আমরা আমরা নেতৃত্বকে কুর্ণিশ করছি।




আরোগ্য সেতু অ্যাপ চালু করার মাধ্যমে দেশের অসাধারণ ডিজিটাল পরিষেবাকে যথাযথভাবে ব্যবহার করার জন্যও ভারত সরকারের প্রশংসা করেন গেটস।


মাইক্রোসফটের প্রাক্তন প্রধান বলেন, আমি খুশি যে কোভিড-১৯ মোকাবিলায় আপনার সরকার পুরোপুরি নিজেদের ডিজিটাল ক্ষমতার ব্যবহার করছে। করোনাভাইরাস ট্র্যাকিং থেক শুরু করে কন্টাক্ট ট্রেসিং (সংক্রমণের উৎস) এবং মানুষকে জনস্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য আপনারা আরোগ্য সেতু অ্যাপ চালু করেছেন।


মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা আরও লেখেন,


আমি কৃতজ্ঞ এটা দেখে যে আপনি সকল ভারতীয়র সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার পাশপাশি জনস্বাস্থ্য প্রতিবন্ধকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।-


এখানে বলে রাখা প্রয়োজন, করোনা সঙ্কটকালে ভারতকে প্রভূত পরিমাণ সহায়তা করেছে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.