শ্রীনগর: করোনা আক্রান্ত জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান! এমনই চাঞ্চল্যকর অভিযোগ জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহের। জম্মু ও কাশ্মীর দিয়ে করোনা আক্রান্ত উগ্রপন্থীদের ভারতে ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান, বুধবার এমনই দাবি করলেন দিলবাগ।

বুধবার উত্তর কাশ্মীরের গান্ডেরওয়াল এলাকায় কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শনে যান দিলবাগ। এই কোয়ারেন্টিন সেন্টারটি রয়েছে মণিগাম জেলার পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে। কোয়ারেন্টিন সেন্টারের নিরাপত্তার বিষয়টি নিয়ে একপ্রস্থ বৈঠকও সারেন তিনি।



পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন ডিজিপি। সেখানেই তিনি জানান, বিশ্বজুড়ে যখন অতিমারী করোনায় সব বন্ধ, ভারতেও লকডাউন চলছে, তখনও কাশ্মীরে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দিয়ে জঙ্গি পাঠাচ্ছে পাকিস্তান। দিলবাগ বলেন, ‘প্রতিবেশী দেশ করোনা আক্রান্ত জঙ্গিদের কাশ্মীরে অনুপ্রবেশের জন্য পাঠাচ্ছে।‘

ডিজিপি এই সংক্রামিত জঙ্গিদের গতিবিধি নিয়ে স্থানীয়দের সতর্ক করেছেন। এই জঙ্গিরা যেখানে লুকিয়ে থাকবে ও চলাফেরা করবে সেই সব জায়গাগুলি সংক্রমণ প্রবণ এলাকা হয়ে উঠবে। সম্প্রতি উপত্যকায় একের পর এক জঙ্গি হামলা ঘটেই চলেছে।