প্রসঙ্গত, তিনটি ওয়েবসাইট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের ওপর তৈরি হওয়া বায়োপিক ‘বাঘিনী’ ট্রেলার সরিয়ে দিতে উদ্যোগ হয় নির্বাচন কমিশন। খবরে প্রকাশ, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশনকে পাঠানো তাঁর রিপোর্টে এই ছবির উল্লেখ করার পরই, ট্রেলার বন্ধ করতে উদ্যোগ শুরু হয় কমিশনে।
এদিকে, ছবির প্রযোজক দাবি করেছেন ছবিটি মুক্তি পাবে আগামী ৩ মে। যদিও, কমিশনের দাবি, এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের তরফে সবুজ সঙ্কেত মেলেনি। প্রসঙ্গত, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন ছবি মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি।
এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত বায়োপিক ‘প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি’-র মুক্তিও ভোট প্রক্রিয়া চলাকালীন নিষিদ্ধ করে কমিশন। একইভাবে, নিষিদ্ধ করা হয় মোদির ওপর তৈরি একটি ওয়েব-সিরিজের সম্প্রচারও।