জয়পুর: রাজস্থানের জয়পুরের সেন্ট্রাল জেলে বন্দিদের মধ্যে মারপিট। এই ঘটনায় মারা গেল এক পাকিস্তানি বন্দি। রাজস্থান পুলিশের ডিরেক্টর জেনারেল কপিল গর্গ জানিয়েছেন, এদিন জেলে এক পাক বন্দিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও সেইসঙ্গে পুলিশকে দিয়ে ঘটনার তদন্ত করা হবে।
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ভারত ও পাকিস্তানের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এরইমধ্যে জয়পুর জেলে এই ঘটনা ঘটল।
এক আধিকারিক বলেছেন, মারপিটের সময় শকর উল্লাহ (৫০)-কে একটি বড় পাথর দিয়ে আঘাত করা হয়। মৃত বন্দি পাকিস্তানের পঞ্জাবের শিয়ালকোটের বাসিন্দা।
ইন্সপেক্টর জেনারেল (কারা) রূপিন্দর সিংহ বলেছেন, বেআইনি কার্যকলাপে আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শকর উল্লাহ ২০১১ থেকে জেলের স্পেশ্যাল সেলে বন্দি ছিল।
পাক বন্দির মৃত্যু খবর পেয়ে জেলে ছুটে আসেন প্রশাসন ও পুলিশের পদস্থ কর্তারা।
বিচারবিভাগের তত্ত্বাবধানে নিহত বন্দির দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন সিংহ।
জয়পুরের অ্যাডিশনাল পুলিশ কমিশনার লক্ষ্মণ গৌড় বলেছেন, শকর উল্লাহর সঙ্গে টিভি-র আওয়াজ কমানো বাড়ানো নিয়ে অন্যান্য বন্দিদের বচসার জেরেই মারপিট শুরু হয়।


পাকিস্তানের বিদেশ দফতর এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের জবাব চেয়েছে। তাদের অভিযোগ, পুলওয়ামায় জঙ্গি হামলার জেরেই ওই পাক বন্দিকে পিটিয়ে মারা হয়েছে। নয়াদিল্লির পাক হাইকমিশন এই ঘটনার রিপোর্ট চেয়েছে।