পাটিয়ালা: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের যোগসাজশ নিয়ে প্রমাণ চাওয়ায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তীব্র আক্রমণ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। তিনি বলেছেন, বাহওয়ালপুরে বসে জইশ-ই-মহম্মদের মূল পাণ্ডা এই হামলার ছক কষেছে।

ট্যুইট মারফত্ পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, ২৬/১১-র মুম্বই হামলার ব্যাপারে তো প্রচুর প্রমাণ দেওয়া হয়েছিল। তারপরও চক্রীদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছেন অমরিন্দর।
তাঁর ট্যুইট, ইমরান খান, আপনাদের জইশের মূল মাথা মাসুদ আজহার বাহওয়ালপুরে বসে আইএসআই-এ মদতে হামলার ছক কষেছে। ওখান থেকে ওকে পাকড়াও করুন। আপনি না পারলে বলে দিন, আমরা আপনাদের হয়ে তা করে দেব। যাই হোক, ২৬/১১-র মুম্বই হামলার তথ্যপ্রমাণ সম্পর্কে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন। কথা কাজে করে দেখানোর সময় এসেছে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেছেন, পাকিস্তান কীসের প্রমাণের কথা বলছে, আমরা কি ওখানে দেহগুলি নিয়ে যাব?
পুলওয়ামা হামলার দায়স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। এই জঙ্গি সংগঠনের মূল পাণ্ডা মাসুদ আজহার। অমরিন্দর সিংহ বলেছেন, সেই মাসুদ পাকিস্তানে, সেখান থেকে বসেই সে সব কিছু করছে। প্রত্যেকেরই তা জানা রয়েছে।
অমরিন্দর বলেছেন, প্রত্যেকদিনই নিয়ন্ত্রণ রেখায় আমাদের জওয়ানদের হত্যা করা হচ্ছে। এই হত্যা কারা করছে?
এই প্রশ্ন তুলে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, কাশ্মীর ও ভারতের অন্যান্য জায়গায় পাকিস্তান কী করছে, তা সারা বিশ্ব জানে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, ২৬/১১-র হামলার পিছনে ছিল পাকিস্তান। ভারত তাদের সমস্ত প্রমাণ দিয়েছে। কিন্তু পাকিস্তান কিছুই করেনি। তিনি আরও বলেছেন, এমনকি অমৃতসরে রাজাসানসি বিস্ফোরণেও পাকিস্তানি গ্রেনেড ব্যবহার করা হয়েছিল।
এর আগে একটি ভিডিও বার্তায় পাক প্রধানমন্ত্রী পুলওয়ামার ঘটনার পিছনে ভারতের তোলা পাক যোগসাজশের অভিযোগ উড়িয়ে দাবি করেন, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়েছে। ভারত যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায়, এমন তথ্যপ্রমাণ থাকলে দিক, তাঁরা ব্যবস্থা নেবেন।
ইমরানের ওই বক্তব্য খারিজ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, পাক প্রধানমন্ত্রী, সেইসঙ্গে তাদের সেনা প্রধান জেনারেল বাজওয়া ভারতীয় জওয়ানদের ও নিরীহ লোকজনদের হত্যা করছেন। ভারত তা বরদাস্ত করতে পারে না, করা উচিতও নয়। অমরিন্দর বলেছেন, তোমরা আমাদের একজনকে মারলে, আমরা দুজনকে মারব।
এর আগে কিছু প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে জনসভায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী শান্তি ও উন্নয়ণের ওপর গুরুত্ব আরোপ করেন। কিন্তু একইসঙ্গে বলেন, জওয়ানদের হত্যার বদলা নেওয়া প্রয়োজন ভারতের। তিনি বলেছেন, সার্জিক্যাল স্টাইক এক্ষেত্রে একটা পন্থা হতে পারে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি কেন্দ্রের ওপর নির্ভর করছে। তবে তিনি যে যুদ্ধের পক্ষে নন, তা স্পষ্ট করে দিয়েছেন।