নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর দাবি, সংসদে এসে রাফাল নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস নেই প্রধানমন্ত্রীর। পাল্টা রাহুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাফাল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) দাবিও খারিজ করে দিয়েছে সরকার।
আজ লোকসভায় বক্তব্য রাখতে উঠে একটি অডিও টেপ চালানোর জন্য স্পিকারের অনুমতি চান রাহুল। ওই অডিও টেপে গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানের গলা শোনা গিয়েছে বলে অভিযোগ। রাহুল দাবি করেন, ‘ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানে কোনও একজনকে বলছেন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের শোবার ঘরে রাফাল চুক্তির ফাইল আছে।’ কংগ্রেস সভাপতির এই দাবি নিয়ে হইচই শুরু হয়ে যায়। জেটলি বলেন, রাহুলকে ওই অডিও ক্লিপের সত্যতা প্রমাণ করতে হবে। সেটা করতে না পারলে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হতে পারে, এমনকী তাঁকে বহিষ্কারও করা হতে পারে। এই সময় হট্টগোলের জেরে সাময়িকভাবে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এরপর রাহুল বলেন, তিনি ওই অডিও ক্লিপ চালাবেন না এবং সেটির সত্যতা প্রমাণ করবেন না। পাল্টা জেটলি খোঁচা দেন, ওই অডিও ক্লিপ যে মিথ্যে সেটা জানেন বলেই ভয় পেয়ে গিয়েছেন রাহুল।
এই চাপানউতোরের মধ্যেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেন, ’সাজানো সাক্ষাৎকারে তিনি (মোদী) ৯০ মিনিট কথা বলেছেন। কিন্তু তিনি রাফাল নিয়ে প্রশ্নের জবাব দেননি। আমরা এ বিষয়ে জেপিসি-র দাবি জানাচ্ছি। বিজেপি নেতাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। দেশ জানতে পারবে, মোদী তাঁর প্রিয় বন্ধু ‘শ্রীযুক্ত এএ’-কে ৩০,০০০ কোটি টাকা দিয়েছেন। হ্যালের কাছ থেকে চুক্তি ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রীর সংসদে এসে প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস নেই। প্রধানমন্ত্রী নিজের ঘরে লুকিয়ে আছেন। প্রতিরক্ষামন্ত্রী এআইএডিএমকে সদস্যদের আড়ালে বসে আছেন। সারা দেশ মোদীকে প্রশ্ন করছে। তাঁর সংসদে এসে জবাব দেওয়া উচিত।’
রাহুলকে পাল্টা জবাব দিতে উঠে জেটলি বলেন, ‘কিছু ব্যক্তি স্বভাবগতভাবে সত্য পছন্দ করে না। গত ৬ মাস ধরে সংসদ সহ বিভিন্ন জায়গায় এ বিষয়ে (রাফাল) যা বলা হচ্ছে তা মিথ্যে। তাঁর (রাহুল) মিথ্যা বলার ঐতিহ্য আছে। তাঁর প্রতিটি কথা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। যখন সুপ্রিম কোর্ট কোনও বিষয়ে মন্তব্য করে, সেটাই শেষ কথা।’ অর্থমন্ত্রীর বক্তব্যের সময় কাগজের বিমান উড়িয়ে এবং বিক্ষোভ দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন কংগ্রেস সাংসদরা। তাঁদের ভর্ৎসনা করে স্পিকার সুমিত্রা মহাজন বলেন, ‘আপনারা কি শিশু?’
সংসদে এসে রাফাল নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস নেই প্রধানমন্ত্রীর, কটাক্ষ রাহুলের, মিথ্যে বলছেন, পাল্টা জেটলি, জেপিসি-র দাবি খারিজ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2019 06:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -