বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে ‘অ্যাকসিডেন্টাল চিফ মিনিস্টার’ বলে কটাক্ষ করল বিজেপি। রাজ্যের বিভিন্ন অংশ যখন খরার কবলে, তখন নববর্ষের উৎসব পালন করার জন্য সিঙ্গাপুরে যাওয়া নিয়েই কুমারস্বামীকে আক্রমণ করেছে বিজেপি।


গতকাল কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, আজ রাতে পরিবারের লোকজনকে নিয়ে ব্যক্তিগত ভ্রমণে সিঙ্গাপুর যাবেন কুমারস্বামী। তিনি ১ জানুয়ারি রাতে দেশে ফিরবেন। গত কয়েক বছর ধরেই এভাবে পরিবারের সঙ্গে নববর্ষ পালন করেন তিনি।



বিজেপি-র পক্ষ থেকে ট্যুইট করে বিদেশ ভ্রমণ নিয়ে কুমারস্বামীকে আক্রমণ করে বলা হয়েছে, ‘নতুন সরকার গঠনের পর ৩৭৭ জন কৃষক জীবন শেষ করে দিয়েছেন। ১৫৬টি তালুকাকে খরা কবলিত ঘোষণা করা হয়েছে। এখনও ঋণ মকুব হয়নি। কর্ণাটক ঋণে জর্জরিত রাজ্যে পরিণত হয়েছে। এখন তথাকথিত ভূমিপুত্র এইচ ডি কুমারস্বামী সিঙ্গপুরে নববর্ষ পালন করছেন।’ অন্য একটি ট্যুইটে লেখা হয়েছে, ‘যদি অ্যাকসিডেন্টাল সি এম নামে কোনও ছবি হয়, তাহলে কে এইচ ডি কুমারস্বামীর চরিত্রে অভিনয় করবেন?’



বিদেশ সফর নিয়ে বিজেপি-র আক্রমণই শুধু নয়, কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যেই জেডিএস কর্মীদের অসন্তোষ প্রকাশ নিয়েও সমস্যায় পড়ে গিয়েছেন কুমারস্বামী। এখনও পর্যন্ত পুরসভাগুলির প্রধান নির্বাচন করা যায়নি। কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পুরসভাগুলির প্রধান হিসেবে ১৯ জন কাউন্সিলরের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এতে জেডিএস নেতাদের ক্ষোভ বেড়েছে। কারণ, তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি।