জয়পুর: রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ক্রমাগত আক্রমণের জবাবে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি। দ্বিতীয় ইউপিএ সরকারের সময় রাফালের দাম কত ঠিক হয়েছিল, সেটা প্রকাশ করার দাবি জানিয়েছে বিজেপি।

সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেছেন, ‘প্রথম ইউপিএ সরকারের আমলে রাফাল যুদ্ধবিমানের দামের কথা বলছে কংগ্রেস। কিন্তু দ্বিতীয় ইউপিএ আমলের দামের কথা বলছে না। ২০১২-১৩ সালে যে প্রস্তাবিত দাম ছিল, সেটা মানুষকে জানানো উচিত কংগ্রেসের। এখনকার প্রস্তাবের চেয়ে সেই দাম অনেক বেশি ছিল।’

কংগ্রেসকে আক্রমণ করে মেঘওয়াল আরও বলেছেন, ‘বিমানবাহিনী বারবার উন্নত মানের যুদ্ধবিমানের আর্জি জানালেও, রবার্ট বঢরার ঘনিষ্ঠ দালাল সঞ্জয় ভাণ্ডারির কথায় চলছিল কংগ্রেস সরকার। যে দালাল কংগ্রেসকে সমস্যায় ফেলেছিল, তাকে দূর করে দিয়েছে বিজেপি সরকার। ২০০৬ থেকে ২০১৩-র মধ্যে রাফাল চুক্তি বাস্তবায়িত করতে পারেনি। বর্তমান সরকার ইউপিএ আমলের চেয়ে অনেক কম দামে যুদ্ধবিমান কিনছে। কংগ্রেস মিথ্যা বলে জনগণকে বিপথে চালিত করছে। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিও নিরাপত্তার কথা জানিয়ে সংসদে রাফাল যুদ্ধবিমানের দাম প্রকাশ করতে অস্বীকার করেন। বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। মানুষ কংগ্রেসের মিথ্যার বিষয়টি জানতে পারবেন।’