মালকানগিরি: ওড়িশার মালকানগিরিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক মহিলা সহ পাঁচ মাওবাদী। রাজ্য পুলিশের ডিজি আর পি শর্মা জানান, এদিন জেলার পালপুর অঞ্চলের কাছে জঙ্গলে দুপক্ষের মধ্যে গুলির লড়াই হয়। ঘটনাস্থলেই মারা যায় ৫ জন। তবে, আরও কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে জঙ্গলের মধ্যে পালিয়ে গিয়েছে আরও কয়েকজন মাওবাদী। সেই দলে মাওবাদী নেতা ‘রণদেব’ থাকতে পারে বলে আশঙ্কা পুলিশের। বাকিদের খোঁজে গোটা জঙ্গলে জোর তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে, এদিনের এনকাউন্টারে কোনও নিরাপত্তাকর্মীর হতাহতের খবর নেই। শর্মা জানান, গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে গতকাল রাত থেকে জঙ্গলে চিরুনি-তল্লাশি চালাচ্ছিল স্পেশাল অপারেশন গ্রুপের ২টি দল। সেই সময় মাওবাদীদের একটি দলের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। ঘটনাস্থল থেকে ২টি ইনসাস, একটি এসএলআর, একটি ৩০৩ রাইফেল এবং একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মালকানগিরিতে নিহত এক মহিলা সহ ৫ মাওবাদী
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2018 05:16 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -