লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ): ফের বাঘিনী হত্যা। দিনকয়েক আগে মহারাষ্ট্রের ইয়াভতমলে মানুষখেকো বাঘিনী অবনীকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। তার মধ্যেই এবার দুধওয়া টাইগার রিজার্ভ (ডিটিআর) এলাকায় স্থানীয় বাসিন্দার ওপর হামলা চালানোর পর এক বাঘিনীকে ট্রাক্টর চালিয়ে পিষে মেরে ফেলল উত্তেজিত জনতা।
স্থানীয় প্রশাসনিক সূত্রের খবর, চৈতুয়া গ্রামে ওই বাঘিনীর আক্রমণে মারাত্মক জখম দেবানন্দ নামে ৫০ বছর বয়সি ওই ব্যক্তির হাসপাতালে চিকিত্সা চলাকালে মৃত্যু হয়। তারপরই ঘটে যায় নৃশংস ঘটনাটি।
গ্রামবাসীদের হাতে নারকীয় কায়দায় বাঘিনী হত্যার খবরের সত্যতা স্বীকার করে দুধওয়া টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর মহাবীর কৌলাগি বলেন, বাঘিনীর দেহাবশেষ পাওয়া গিয়েছে। দোষী গ্রামবাসীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা সহ এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
দুধওয়া টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর রমেশ কুমার পান্ডেও ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার পর জানিয়েছেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।