ইস্তফার চিঠিতে ২০১৪-য় কালিহো পুলকে অরুণাচলের মুখ্যমন্ত্রী করার জন্য বিজেপি যাবতীয় নোংরা কৌশল কাজে লাগায়, সুপ্রিম কোর্টের প্রতিকূল রায় সত্ত্বেও বিজেপি সরকারকে ক্ষমতায় বসানো হয় বলে অভিযোগ করেছেন আপাং। বলেন, পুলের আত্মহত্যা নিয়ে কোনও সঠিক তদন্তও যেমন হয়নি, তেমনই বর্তমান বিজেপি নেতৃত্ব উত্তরপূর্বে আরও অনেক বিজেপি সরকার বসিয়ে নৈতিকতা, ন্যয়নীতির কথাও ভাবেননি। তিনি বলেন, ভোটের আগে মুখ্যমন্ত্রী পদে পেমা খান্ডুর নাম ঘোষণা করাও ক্যাডারভিত্তিক দল বিজেপির রীতি, ঐতিহ্য নয়। তাই আমি আশা করব, অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধর্ম শেখার চেষ্টা করবেন। ইতিহাসই আপনাদের কাজের বিচার করবে।
২০১৪-র লোকসভা ভোটের প্রাক্কালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে শামিল হন আপাং।
৬৯ বছরের বিজেপি-ত্যাগীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অরুণাচল কংগ্রেসের সভাপতি তাকাম সঞ্জয়ের প্রতিক্রিয়া, বিজেপির আসল রং বেরচ্ছে। তাকাম পারিও নামে এক কংগ্রেসি বিধায়কের দাবি, বিজেপি সবার ক্ষেত্রে ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া’র নীতি কাজে লাগায়। আপাংয়ের পদক্ষেপ বিজেপির গালে থাপ্পড় বলেও মন্তব্য করেন তিনি।