মোবাইল ফোনে আসক্তির জন্য মায়ের বকুনি, মুম্বইয়ে কিশোরীর আত্মহত্যা
Web Desk, ABP Ananda | 16 Jan 2019 06:36 PM (IST)
মুম্বই: মোবাইল ফোনে ভিডিও দেখা এবং আপলোডে আসক্তি নিয়ে মায়ের বকুনির জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক কিশোরী। তার বাড়ি মুম্বইয়ের ভোইওয়াড়া অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, মা বকুনি দেওয়ার পর বাথরুমে গিয়ে গলায় দড়ি দেয় ১৪ বছর বয়সি ওই কিশোরী। সে দীর্ঘক্ষণ বাইরে না আসায় বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করেন। কোনও সাড়া না পেয়ে তাঁরা বাথরুমের দরজা ভেঙে দেখেন, মেয়েটি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তার দেহে তখনও প্রাণ ছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর হার মানে ওই কিশোরী। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মেয়েটি প্রায়ই মোবাইল ফোনে ভিডিও দেখত এবং ভিডিও আপলোড করত। এটা নিয়ে গত বৃহস্পতিবার তাকে বকাঝকা করেন তার মা। এরপরেই সে গলায় দড়ি দেয় বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।