বেঙ্গালুরু: কর্নাটকের বিজেপি সরকার রাজ্যে নাগরিকপঞ্জি (এনআরসি) প্র্রক্রিয়া রূপায়ণের ইঙ্গিত দিল। এ ব্যাপারে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সারা দেশেই এনআরসি চালু করার ব্যাপারে জোর জল্পনা, কথাবার্তা চলছে। সীমান্ত পেরিয়ে আসা লোকজন যেসব রাজ্যে ঢুকে পাকাপাকি আস্তানা গেড়ে বসছে, সেগুলির অন্যতম কর্নাটক। এর ফলে এখানে নানা সমস্যা হচ্ছে। তাই আমরা যাবতীয় তথ্য জোগাড় করছি। সেগুলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হবে, তারপর পরবর্তী পদক্ষেপ স্থির করব।
গতকাল বোম্মাই সাংবাদিকদের জানান, এনআরসি রূপায়ণের ব্যাপারে দুটি বৈঠকও হয়েছে সম্প্রতি। অসমে ইতিমধ্যে এন আরসি প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত নাগরিক তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষের বেশি লোকের নাম। উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যও নাগরিকপঞ্জি তৈরির ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছে।
বোম্মাই বলেছেন, সিনিয়র অফিসারদের এই সংক্রান্ত আইন খতিয়ে দেখতে বলেছি। বেঙ্গালুরু ও অন্য বড় শহরগুলিতে বিদেশিরা এসে বসতি গড়েছে। আমাদের নজরে এসেছে যে, তারা অপরাধে জড়াচ্ছে, কয়েকটি ক্ষেত্রে ধরা পড়ে গ্রেফতারও হয়েছে কয়েকজন। চলতি সপ্তাহেই এনআরসির ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নেব আমরা।
কর্নাটকে বিরোধী শিবিরে থাকাকালে বেঙ্গালুরুতে ক্রমবর্ধমান সংখ্যায় বাংলাদেশিদের উপস্থিতি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।
প্রসঙ্গত, গত মঙ্গলবারও সারা দেশেই এনআরসি চালু করা হবে, সব বেআইনি অনুপ্রবেশকারীকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই বিতাড়ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যে কিছুতেই এনআরসি চালু হবে না বলে পরিষ্কার ঘোষণা করেছেন।
‘বেআইনিভাবে ঢোকা লোকজন’ চিহ্নিত করতে এনআরসি চালুর ভাবনা কর্নাটক সরকারের, অমিত শাহের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
03 Oct 2019 05:29 PM (IST)
বোম্মাই বলেছেন, সিনিয়র অফিসারদের এই সংক্রান্ত আইন খতিয়ে দেখতে বলেছি। বেঙ্গালুরু ও অন্য বড় শহরগুলিতে বিদেশিরা এসে বসতি গড়েছে। আমাদের নজরে এসেছে যে, তারা অপরাধে জড়াচ্ছে, কয়েকটি ক্ষেত্রে ধরা পড়ে গ্রেফতারও হয়েছে কয়েকজন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -