ইন্দোর: ব্যাট নিয়ে পুর আধিকারিকের ওপর চড়াও হওয়ার ঘটনায় আরও ফাঁপরে পড়লেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির বৃহস্পতিবার ইন্দোরের বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এর আগে মধ্যপ্রদেশ বিজেপির প্রধান রাকেশ সিংহ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের শীর্ষ নেতা রামলালের সঙ্গে আলোচনা করেন।
ইন্দোরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেছেন যে, কোনও অবস্থাতেই এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। মোদির এই কড়া বার্তার পরই আকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
উল্লেখ্য, আকাশ বিজেপির অন্যতম শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে।
গত মঙ্গলবার দিল্লিতে বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে মোদি ওই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের লোকজনকে বরখাস্ত করা উচিত। এ ধরনের আচরণ বরদাস্ত করা যায় না। রাজনৈতিক নেতার সন্তান হওয়ার জন্য কেউ যা খুশি তাই করার অধিকার পেয়ে যায় না।
এরপরই মধ্যপ্রদেশ বিজেপি আকাশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর, আকাশের বিষয়টি নিয়ে দলের রাজ্য শাখা হাইকমান্ডের সঙ্গেও কথা বলে। আকাশকে সমর্থনের জন্য ইন্দোরের কিছু নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, পুর আধিকারিককে মারধরের ঘটনায় জামিনে ছাড়া পাওয়ার পর আকাশকে স্বাগত জানাতে গিয়েছিলেন ইন্দোরের ওই নেতারা।
সরকারি আধিকারিককে প্রকাশ্যে মারধরের ঘটনায় পুলিশ আকাশকে গ্রেফতার করেছিল। তাঁর ব্যাট হাতে চড়াও হওয়ার ছবি ক্যামেরায় ধরা পড়েছিল। জামিন পাওয়ার আগে বিজেপির এই তরুণ নেতাকে চারদিন জেলে থাকতে হয়।
জেল থেকে বেরোনোর পরও ওই ঘটনার সাফাই দিতে গিয়ে আকাশ বলেছিলেন, ওই সময় তাঁর কাছে আর অন্য কোনও বিকল্প ছিল না। তিনি বলেন, হাতে ফের ব্যাট নিতে হয়, এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি প্রার্থনা করছেন।
ব্যাট দিয়ে পেটানোর ঘটনায় আকাশ বিজয়বর্গীয়কে কারণ দর্শানোর নোটিশ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2019 06:05 PM (IST)
ইন্দোরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেছেন যে, কোনও অবস্থাতেই এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। মোদির এই কড়া বার্তার পরই আকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -