জম্মু কাশ্মীরের নতুন রাজ্যপাল ‘হামারা বান্দা’, রাজ্যের বিজেপি প্রধানের মন্তব্য ভাইরাল,অস্বস্তিতে দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2018 01:10 PM (IST)
নয়াদিল্লি: ফের অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি জম্মু কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে এক একান্ত আলাপচারিতায় বলতে শোনা যায়, রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল 'হামারা বান্দা'। প্রাক্তন রাজ্যপাল বাড়তি কথা বলতেন। নিজের মতামত পোষণ করতেন। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। উপত্যকার বিজেপি সভাপতির এধরনের মন্তব্য তাঁর অজান্তেই লেন্সবন্দি হয়ে যায়। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকজন ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে আলাপচারিতার সময় প্রাক্তন রাজ্যপাল এন.এন ভোহরা সম্পর্কে নিজের অসন্তোষের কথা স্পষ্ট করে বলে দেন রায়না। তবে এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি দল।