নয়াদিল্লি: ২০১৯ এর লোকসভা নির্বাচনের দলীয় ইস্তাহার বা ‘সংকল্প পত্র’ তৈরিতে সাহায্য করতে সারা দেশের ১০ কোটি মানুষের কাছ থেকে প্রস্তাব, পরামর্শ নেবে বিজেপি। রবিবার ‘ভারত কে মন কী বাত, মোদি কে সাথ’ নামে এই একমাসের কর্মসূচির সূচনা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ ও দলের অন্যতম শীর্ষ নেতা রাজনাথ সিংহ।
গণতান্ত্রিক পদ্ধতি মেনে দলীয় নির্বাচনী কর্মসূচি প্রস্তুত করার প্রক্রিয়া চালানোই এর উদ্দেশ্য বলে জানান তিনি। এই ‘অভিনব পরীক্ষা’র মাধ্যমে গণতন্ত্র মজবুত হবে দাবি করেন বিজেপি সভাপতি। তিনি বলেন, মানুষ কী ধরনের দেশ চান, সেই লক্ষ্যে পৌঁছতে তাঁদের পরামর্শ, সুপারিশগুলি কী কী, সেটা জানার চেষ্টা হবে। এই প্রক্রিয়ায় তাঁদের কাছে গিয়ে মতামত গ্রহণ করা হবে। বিজেপিকে নতুন ভারত গড়ার স্বপ্ন পূরণে এই প্রক্রিয়া সাহায্য করবে বলেও সাংবাদিকদের সামনে মন্তব্য করেন অমিত শাহ।
এদিন যে হোটেলে এই কর্মসূচির উদ্বোধন হল, সেখানকার এক ওয়েটারকেই প্রথম ডাকা হয় পরামর্শ দেওয়ার জন্য।
বিজেপি সূত্রে খবর, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশব্যাপী ৪ হাজার বিধানসভা কেন্দ্রে ৩০০-র বেশি গাড়ি পাঠাবে বিজেপি, যাতে ৭৭০০-র বেশি বাক্স থাকবে। ওই বাক্সে মানুষের মত জমা পড়বে। দেশবাসীর পরামর্শ গ্রহণে সোস্যাল মিডিয়াকে ব্যবহার করা হবে, টেলিফোনও মতামত শোনা হবে।
বিজেপির সংকল্প পত্র কমিটির মাথায়ও রয়েছেন অমিত শাহ। তিনি দাবি করেন, এর আগে কখনও একটি রাজনৈতিক দলের ইস্তাহার তৈরির জন্য এমন বিশাল প্রক্রিয়া চালানো হয়নি।
পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ মোদি সরকার গৃহীত কৃষকমুখী পদক্ষেপগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই কৃষকদের সবচেয়ে বড় বন্ধু হিসাবে উঠে এসেছেন।