কলকাতা: কানহাইয়া কুমার আসছেন না ব্রিগেডের বাম সমাবেশে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, রবিবারের বামপন্থীদের ব্রিগেডের সভায় শারীরিক অসুস্থতার জন্য কানহাইয়া আসতে পারছেন না বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের একজন।
শনিবার দুপুর থেকে তাঁর ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, বিহারের বেগুসরাইয়ের এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় বলে জানান ওই সহযোগী। বেগুসরাইয়ে বাড়ি কানহাইয়ার। যদিও পরে ওই সহযোগী সংবাদ সংস্থাকে বলেন, বর্তমানে তিনি বাড়িতে আছেন, ফিজিওথেরাপি চলছে। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন কেননা শুধু পেইনকিলার খেলে ব্যাথা কমবে না।
সিপিআইয়ের ছাত্র শাখা এআইএসএফের প্রথম সারির নেতা তথা জেএনইউয়ের প্রাক্তন বাম ছাত্র সংসদের সভাপতি, ৩২ বছরের কানহাইয়া ব্রিগেডের সমাবেশের অন্যতম প্রধান বক্তা হিসাবে আসছেন বলে জানিয়েছিলেন এ রাজ্যের বাম নেতৃত্ব। কানহাইয়াও আসবেন বলে কথা দিয়েছিলেন। ঠিক ছিল সকালের ফ্লাইট ধরে তিনি কলকাতা যাবেন।
ওই সহযোগী বলেন, আমরা দুপুরের ফ্লাইটের বন্দোবস্তও করেছিলাম, এই আশায় যে ব্যথা কমবে, তিনি যেতে পারবেন। কিন্তু সোজা হয়ে বসতেই পারছেন না। তাই ব্রিগেড যাওয়া সম্ভব হবে না। বিকালে ফিজিওথেরাপিস্ট আবার তাঁকে দেখতে আসবেন।
শারীরিক অসুস্থতার জন্য ব্রিগেডের বাম সমাবেশে আসছেন না কানহাইয়া কুমার
Web Desk, ABP Ananda
Updated at:
03 Feb 2019 11:52 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -