বিজেপি-ই চাওয়ালাকে প্রধানমন্ত্রী, খবরের কাগজ বিক্রেতাকে রাষ্ট্রপতি, কুঁড়েঘরে থাকা ব্যক্তিকে মন্ত্রী করেছে, বলছেন সারঙ্গী
Web Desk, ABP Ananda | 10 Jun 2019 02:30 PM (IST)
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম স্কুলে পড়ার সময় খবরের কাগজ বিক্রি করতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করতেন।
ভুবনেশ্বর: বিজেপি এমন একটা দল, একজন চাওয়ালাকে প্রধানমন্ত্রী করতে পারে, খবরের কাগজ বিক্রেতাকে রাষ্ট্রপতি করেছে এবং কুঁড়েঘরে বাস করা এক ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচিত করে। এটাই বিজেপি-র বিশেষত্ব। এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম স্কুলে পড়ার সময় খবরের কাগজ বিক্রি করতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করতেন। ওড়িশার বালাসোর থেকে এবারই প্রথম সাংসদ হওয়া সারঙ্গী একটি কুঁড়েঘরে থাকেন। সাধারণ জীবনযাপনের জন্য সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে উঠেছেন তিনি। সাংসদ ও মন্ত্রী হওয়া প্রসঙ্গে সারঙ্গী বলেছেন, ‘এই আস্থার যোগ্য মর্যাদা দিতে হবে আমাকে। আমি মন্ত্রী পদ চাইনি। আমার কাছে এই দায়িত্ব এসেছে। মানুষের জন্য কাজ করার বড় দায়িত্ব পেয়েছি। ৩০ মে অমিত শাহজি আমাকে দু’বার ফোন করেছিলেন। কিন্তু আমার ফোন অন্য একজনের কাছে থাকায় কথা বলতে পারিনি। আমি যখন তাঁকে ফোন করি, তিনি বলেন, সেদিন সন্ধেবেলা শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে হবে। সে কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম।’