উমরিয়া: নিজের দফতর ও বৈঠক কেন্দ্র থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র খুলে নিয়ে চারটি শিশু পুষ্টি বিকাশ কেন্দ্রে লাগালেন মধ্যপ্রদেশের উমরিয়া জেলার আধিকারিক স্বরচিশ সোমবংশী। তিনি জানিয়েছেন, প্রচণ্ড গরমে শিশুরা যাতে অসুস্থ না হয়ে পড়ে, সে কথা ভেবেই পুষ্টি বিকাশ কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগিয়ে দিয়েছেন। তাঁর মতে, শিশুদের জন্য কিছু করতে পারলে অসম্ভব আনন্দ হয়। সেই কারণে সবাইকে শিশুদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।


মধ্যপ্রদেশে বেশ কিছুদিন ধরেই তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেশিরভাগ জায়গাতেই পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন।