হায়দরাবাদ: তেলঙ্গানায় বছরে বিনা মূল্যে এক লক্ষ গরু বিলির প্রতিশ্রুতি দিল বিজেপি। ৭ ডিসেম্বর দাক্ষিণাত্যের এই রাজ্যে বিধানসভা ভোট। দলের ইস্তাহার কমিটির চেয়ারম্যান এনভিএসএস প্রভাকর শনিবার চাষবাস থেকে গ্রামীণ অর্থনীতি, নানা ক্ষেত্রে গরুর ব্যবহারের উল্লেখ করেন। বলেন, উত্সবের সময়, অন্য সময় গ্রামে গ্রামে যাদের প্রয়োজন, তাদের গরু বিলির প্রস্তাব নেওয়া হয়েছে। পাশাপাশি মিনি ইন্ডিয়া লিঙ্গুইস্টিকস ওয়েলফেয়ার বোর্ড গঠনের প্রস্তাবও রয়েছে বলে জানান সদ্য ভেঙে দেওয়া তেলঙ্গানা বিধানসভার সদস্য প্রভাকর। বলেন, রুটি-রুজির সন্ধানে ভিন রাজ্য থেকে হায়দরাবাদে আসা ভাষাগত সংখ্যালঘু লোকজনের স্বার্থ দেখভাল করবে বোর্ড।
আনুষ্ঠানিক ভাবে আগামী সপ্তাহেই বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হবে।
প্রসঙ্গত, বিজেপির ইস্তাহার কমিটি এর আগে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছিল, বলেছিল, অবাধে যেখানে সেখানে মদ বিক্রি, পানের ফলে সামাজিক ও আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। রাজ্যের তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরসি) সরকার ও অবিভক্ত অন্ধ্রপ্রদেশ থাকাকালে তখনকার সরকার মদ বিক্রিকে শুধু অর্থোপার্জনের রাস্তা বলেই দেখত বলে অভিযোগ করেছিলেন প্রভাকর।
বিজেপির ইস্তাহারে রাজ্য সরকার চালিত পথ পরিবহন নিগমের বাসে উত্সবের মরসুমে ভাড়ায় সারচার্জ তুলে দেওয়া, সবরিমালা সহ নানা মন্দিরে দীক্ষা নিতে যাওয়া লোকজনের বিনামূল্যে যাত্রার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এছাড়া পেট্রল ও ডিজেলের ওপর কর পুরোপুরি প্রত্যাহার, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলা ছেলেমেয়েদের অনলাইন ও অফলাইনে নিখরচায় কোচিং, প্রতিটি বাড়িতে মাসে ৬ টাকায় নিরাপদ পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।
ভেঙে দেওয়া ১১৯ সদস্যের তেলঙ্গানা বিধানসভায় বিজেপির ছিলেন ৫ জন।
তেলঙ্গানায় বছরে বিনা মূল্যে এক লক্ষ গরু বিলির প্রতিশ্রুতি বিজেপি-র নির্বাচনী ইস্তাহারে, ভিন রাজ্যের ভাষাগত সংখ্যালঘু লোকজনের স্বার্থে বোর্ডের ভাবনা
Web Desk, ABP Ananda
Updated at:
10 Nov 2018 06:10 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -